Brahmaputra Cracker and Polymer Limited is inviting applications for engagement of Apprenticeship Trainees.
Post: Graduate Apprentice, Technician (Diploma Holder) Apprentice
Total Vacancy: 121
Graduate Apprentice- 84
Technician (Diploma Holder) Apprentice- 37
Eligibility: Candidate must have obtained their degree/ diploma in relevant disciplines in the last three years i.e. 2019, 2020 & 2021.
Stipend: Graduate Apprentice- Rs. 9000, Technician (Diploma Holder) Apprentice- Rs. 8000
Training Period: 1 Year
Last Date of Online Application: 20 December, 2021
……………………………………………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস পদে ১২১ জন নিয়োগ করবে৷ ২০১৯, ২০২০, ২০২১ সালে ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ের সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি / ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
শূন্যপদ : (ক) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : ৮৪৷ (১) মেকানিক্যাল-২০, (২) কেমিক্যাল-২০, (৩) ইলেকট্রিক্যাল-১৫, (৪) ইনস্ট্রুমেন্টেশন-১৮, (৫) টেলিকম-৩, (৬) কম্পিউটার সায়েন্স-৩, (৭) সিভিল-৫৷
(খ) টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস : ৩৭৷ (১) মেকানিক্যাল-৯, (২) কেমিক্যাল-১০, (৩) ইলেকট্রিক্যাল-৮, (৪) মডার্ন অফিস ম্যানেজমেন্ট -১০৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : এক বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রার্থীরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস প্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করার জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টালে(https://portal.mhrdnats.gov.in) নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য www.bcplonline.co.in ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.bcplonline.co.in
Official Notification: Click Here