Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BRAITHWAITE & CO. LTD. HIRING 16 / ব্রেথওয়েট কোম্পানিতে ১৬ কর্মী

Braithwaite & Co. Ltd., a Govt. of India Undertaking under the Ministry of Railways invites applications from for filling up the following posts.

Post: Jr. Office Assistant, Shop Floor Assistant, Pharmacist, Supervisor, Dispensary Assistant.

Total Vacancy: 16

Eligibility: 10th/12th/Diploma/Graduate

Age limit: Supervisor- 45 years, Others- 30 years as on 31.01.2022.

Pay Scale: Supervisor- Rs. 29000 – Rs. 116000, Others- Rs. 21,500.

Last Date of Receipt of Application: 19th February, 2022.

…………………………………………………………………

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড, কলকাতা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, শপ ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ফার্মাসিস্ট, ডিসপেনসারি অ্যাসিস্ট্যান্ট পদে ১৬ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৯ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (স্টোরস / কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইন্সপেকশন / কমার্শিয়াল / ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউনটস / পি অ্যান্ড এ / ট্রান্সপোর্ট অ্যান্ড ট্র্যাফিক / প্রোজেক্টস / পারচেস ডিপার্টমেন্টস): উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ পাবলিক সার্ভিস ইউনিট / সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা ও এমএস অফিস বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷  বয়স : ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ শূন্যপদ : ৮৷

(২) শপ ফ্লোর অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন): মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ পাবলিক সার্ভিস ইউনিট / সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা ও এমএস অফিস বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ শূন্যপদ : ২৷

(৩) সুপারভাইজার (কমার্শিয়াল): গ্রাজুয়েট পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে এমএস অফিস বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ পাবলিক সার্ভিস ইউনিট / সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা ও ইআরপি এক্সপোজার থাকলে ভালো হয়৷ বয়স : ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,০০০ টাকা থেকে ১,১৬,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ শূন্যপদ : ২৷

(৪) ফার্মাসিস্ট: ডিপ্লোমা ইন ফার্মেসি পাশ হতে হবে,  বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে ইন্ডাস্ট্রি / ফ্যাক্টরি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা এবং ডাক্তারকে সহযোগিতা ও প্যারামেডিক্যাল-এর কাজে দক্ষতা থাকা আবশ্যক৷ পাবলিক সার্ভিস ইউনিট / সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷  বয়স : ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ শূন্যপদ : ২৷

(৫) ডিসপেনসারি অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, ফার্স্ট এড ট্রেনিং থাকতে হবে৷ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে ইন্ডাস্ট্রি / ফ্যাক্টরি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা এবং ডাক্তারকে সহযোগিতা ও প্যারামেডিক্যাল-এর কাজে দক্ষতা থাকা আবশ্যক৷ পাবলিক সার্ভিস ইউনিট / সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷  বয়স : ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২১,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ শূন্যপদ : ১৷

(৬) সুপারভাইজার (পারচেস): ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা  গ্রাজুয়েট পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে এমএস অফিস বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ পাবলিক সার্ভিস ইউনিট / সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা ও ইআরপি এক্সপোজার থাকলে ভালো হয়৷ বয়স : ৩১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,০০০ টাকা থেকে ১,১৬,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ শূন্যপদ : ১৷

আবেদন করার পদ্ধতি: সাদা কাগজে দরখাস্ত (সই-সহ) করে তার সঙ্গে সম্পূর্ণ জীবনপঞ্জী, ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর পদের নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায় — To The General Manager (HR, A, S), Braithwaite & Co. Ltd., 5, Hide Road, Kolkata -700043৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.braithwaiteindia.com ওয়েবসাইট৷

Official Websitewww.braithwaiteindia.com

Official Notification: Click Here

Share it :