Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BRO HIRING 876 EMPLOYEES / বর্ডার রোডস অর্গানাইজেশনে ৮৭৬ মাল্টি স্কিলড ওয়ার্কার ও স্টোর কিপার টেকনিক্যাল

Advt. No. 02/2022

Border Roads Organization invites applications for the following posts.

Posts: Multi Skilled Worker (Driver Engine Static), Store Keeper Technical.

Total Vacancy: 876

Multi Skilled Worker (Driver Engine Static) – 499 (UR-164, SC-90, ST-50, OBC-177, EWS-18)

Store Keeper Technical – 377 (UR-157, SC-53, ST-26, OBC-103, EWS-38)

Eligibility: Multi Skilled Worker (Driver Engine Static)- 10th with Relevant Certificate.

Store Keeper Technical- 12th with Store Keeping Knowledge.

Salary: As per rules

Application Fee: Rs. 50 (Nil for SC/ST)

Last Date of Receipt of Application: 11th July, 2022

……………………………………….

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশন-এর অধীনস্থ জেনারেল রিসার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স মাল্টি স্কিলড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) ও স্টোর কিপার টেকনিক্যাল পদে ৮৭৬ জন পুরুষ নিয়োগ করবে৷ সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাওয়া যাবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১১ জুলাই, ২০২২-এর মধ্যে।

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি স্কিলড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে সার্টিফিকেট অফ মেকানিক মোটর / ভেহিকেলস / ট্র্যাক্টর বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ক্লাস-টু কোর্স ফর ড্রাইভার প্ল্যান্ট অ্যান্ড মেকানিক্যাল ট্রান্সপোর্ট পাশ হতে হবে৷ বয়স: ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৯৯ (জেনাঃ ১৬৪, তঃজাঃ ৯০, তঃউঃজাঃ ৫০, ওবিসি ১৭৭, আর্থিকভাবে অনগ্রসর ১৮)৷

(২) স্টোর কিপার টেকনিক্যাল: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ভেহিকেলস ও ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি সম্পর্কিত স্টোর কিপিং নলেজ থাকা আবশ্যক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ক্লাস-II কোর্স ফর স্টোরম্যান টেকনিক্যাল পাশ হতে হবে৷ বয়স: ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৭৭ (জেনাঃ ১৫৭, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ২৬, ওবিসি ১০৩, আর্থিকভাবে অনগ্রসর ৩৮)৷

আবেদন পদ্ধতি: www.bro.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে৷ অনলাইনে ৫০ টাকা দরখাস্ত ফি জমা করতে হবে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের কোনো ফি লাগবে না। নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত ও প্রয়োজনীয় নথিপত্র একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR
THE POST OF ______ Category UR/SC/ST/OBC/EWS/ESM/CPL, WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION ____________” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় – To Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015।

প্রার্থী বাছাই পদ্ধতি: শারীরিক সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মধ্যে প্রার্থী বাছাই করা হবে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bro.gov.in

Official Notification: Click Here

Share it :