ADVERTISEMENT NO. 46
Applications are invited for recruitment/ empanelment of following manpower purely on contract basis for deployment in East Delhi Municipal Corporation, (EDMC), Delhi .
Post :Radiographer/X-Ray Assistant.
Eligibility :(A)Matriculate with Science from a recognized University. (B) Certificate to Radiology/Radiographer from recognized University.
Total Vacancy : 11.
Salary :24,000/-
Online application closing date : 17th January, 2021.
Website: www.becil.com OR https://becilregistration.com
…………………………………………………………………………………………………………
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল), পূর্ব দিল্লি পৌরসভায় ১১ জন ‘রেডিয়োগ্রাফার / এক্স-রে অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ করবে চুক্তি ভিত্তিতে৷ দরখাস্ত করতে হবে ১৭ জানুয়ারি, ২০২১-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়োলজি / রেডিয়োগ্রাফার সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটে৷ প্রার্থীর অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি, সই, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রতিটি ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Click Here To Download The Official Notification : Get Details