Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED- 21/ বেসিলে ২১ কর্মী নিয়োগ

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED

 VACANCY ADVERTISEMENT NO. 44

Applications are invited for recruitment/empanelment of following manpower purely on contract basis for deployment in National Institute of Industrial Engineering, (NITIE), Mumbai.

Post : Library Intern , Programmer, Web Designer and Developer, Network Engineer, Junior Engineer (Civil/Maintenance), Junior Engineer (Electrical), Fire Safety Supervisor, Assistant Sports and Fitness Executive, Physical Fitness Trainer, Associate Physical Fitness Trainer , Personal Assistant, Account Executive, Data Entry Operator/Junior Assistant.

Eligibility : Post wise different.

Age :  (i) Library Intern : Below 35 Years.

(ii) Programmer: Below 35 Years.

(iii) Web Designer and Developer: Below 35 Years.

(iv) Network Engineer: Below 35 Years.

(v) Junior Engineer (Civil/Maintenance): Below 35 Years.

(vi) Junior Engineer (Electrical): Below 35 Years.

(vii) Fire Safety Supervisor: Below 35 Years.

(viii) Assistant Sports and Fitness Executive: Below 35 Years.

(ix) Physical Fitness Trainer: Below 45 Years.

(x) Associate Physical Fitness Trainer: Below 45 Years.

(xi) Personal Assistant: Below 40 Years.

(xii) Account Executive: Below 35 Years.

(xiii) Data Entry Operator/Junior Assistant: Below 30 Years.

Total Vacancy:  21.

Salary : Post wise different.

Online application closing date : 17 January 2021.

Website : www.becil.com OR https://becilregistration.com

……………………………………………………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ মিনিরত্ন কোম্পানি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড লাইব্রেরি ইন্টার্ন, প্রোগ্রামার, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জনিয়ার, ফায়ার সেফটি সুপারভাইজর, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস এক্সিকিউটিভ, ফিজিক্যাল ফিটনেস ট্রেনার, অ্যাসোসিয়েট ফিজিক্যাল ফিটনেস ট্রেনার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, ডেটা এন্ট্রি অপারেটর / জুনিয়র অ্যাসিস্ট্যান্টপদে ২১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ মুম্বইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে চুক্তির ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা পোস্টিং পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লাইব্রেরি ইন্টার্ন: কমপক্ষে ৫০% নম্বর সহ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে গ্র্যজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট বা ইন্টিগ্রেটেড কোর্স পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ প্রতি মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(২) প্রোগ্রামার: কমপক্ষে ৫০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশনে বি.ই / বি.টেক পাশ অথবা এমসিএ অথবা কম্পিউটার সায়েন্সে এম.এসসি পাশ বা ডোয়েকের বি লেভেল কোর্স পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৩) ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার: কমপক্ষে ৫০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক পাশ বা এমসিএ বা পিজিডিসিএ পাশ বা ব্যাচেলর অফ ডিজাইন পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৪) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৫০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ে ডিপ্লোমা পাশ ও সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৫) জুনিয়র ইঞ্জিনিয়ার(সিভিল / মেন্টেন্যান্স): কমপক্ষে ৫০% নম্বর সহ সংস্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৬) জুনিয়র ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল): কমপক্ষে ৫০% নম্বর সহ সংস্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৭) ফায়ার সেফটি সুপারভাইজর: কমপক্ষে ৫০% নম্বর সহ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৮) অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস এক্সিকিউটিভ: কমপক্ষে ৫০% নম্বর সহ বি.পি. এড বা সমতুল পাশ ও কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ২ বছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৯) ফিজিক্যাল ফিটনেস ট্রেনার: ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েট হতে হবে৷ ১০০ জনের বেশি সাবস্ক্রাইবার আছে এমন কোনো ফিজিক্যাল ফিটনেস সেন্টার / জিমে ২ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ প্রতি মাসে ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(১০) অ্যাসোসিয়েট ফিজিক্যাল ফিটনেস ট্রেনার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০০ জনের বেশি সাবস্ক্রাইবার আছে এমন কোনো ফিজিক্যাল ফিটনেস সেন্টার / জিমে ২ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (পুরুষ ১, মহিলা ১)৷ প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(১১) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫০% নম্বর সহ ফিন্যান্স / অ্যাকাউন্টে গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সংস্তার সিনিয়র এক্সিকিউটিভেরি সেক্রেটারি / স্টেনো হিসেবে ৪ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(১২) অ্যাকাউন্ট এক্সিকিউটিভ: কমপক্ষে ৫০% নম্বর সহ ফিন্যান্স / অ্যাকাউন্টে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৪ থেকে ৫ বচর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(১৩) ডেটা এন্ট্রি অপারেটর / জুনিয়র অ্যাসিস্ট্যানট: কমপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট প্রতিটি ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে দরখাস্তের ফি ৪৫০ টাকা৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট  করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

 

Share it :