Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BVFCL RECRUITING 32 TRAINEES / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩২ এক্সিকিউটিভ ট্রেনি

Brahmaputra Valley Fertilizer Corporation Ltd is inviting applications for recruitment to the following post.

Post:  Executive Trainee

Total Vacancy: 32

Eligibility: B.E/ B.Tech (Engg), PG Degree/ Diploma

Age limit: 27 years as on 01.04.2022

Monthly Stipend: 1st Year- 35,000, 2nd Year- 38,000, 3rd Year- 41,000.

Last Date of Online of Application: 31st May, 2022.

……………………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড ৩২ জন এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করবে৷ নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতন হবে প্রথম বছরে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৮,০০০ টাকা, তৃতীয় বছরে ৪১,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ মে, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ ট্রেনি (মার্কেটিং): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মার্কেটিং ম্যানেজমেন্টে স্পেশালাইজেশন-সহ  ম্যানেজমেন্ট / এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ প্রার্থীদের ইংরাজি ভাষার পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের প্রধান ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে৷ এগ্রিকালচার বিষয়ে বিএসসি ডিগ্রি পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ২০৷ পশ্চিমবঙ্গ- ৪ (জেনাঃ ২, ওবিসি ১, তঃজাঃ ১), আসাম- ৮ (জেনাঃ ৪, ওবিসি ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১), বিহার- ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১), ওড়িশা- ২ (জেনাঃ ১, ওবিসি ১), ঝাড়খণ্ড- ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷

(২) এক্সিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷  শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, ওবিসি ২, তঃজাঃ ১)৷

(৩) এক্সিকিউটিভ ট্রেনি (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(৪) এক্সিকিউটিভ ট্রেনি (ফায়ার): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ফায়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে৷ উচ্চতা ১৬৫ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি হতে হবে৷ চশমা ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে৷ রাতকানা বা বর্ণান্ধ হলে আবেদন করা যাবে না৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

উল্লিখিত পদগুলিতে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি:  অনলাইনে দরখাস্ত করতে হবে www.bvfcl.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ৫০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি ও সই নির্দেশ অনুযায়ী  জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং মাধ্যমিক সার্টিফিকেট, ফাইনাল ডিগ্রি মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও সরকার প্রদত্ত পরিচয়পত্র নির্দেশ অনুযায়ী জেপিজি / জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ এক্সিকিউটিভ ট্রেনি (মার্কেটিং) পদের প্রার্থীরা কেবলমাত্র একটি রাজ্যের জন্যই আবেদন করতে পারবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (কলকাতা-সহ একাধিক শহরে) ও ইন্টারভিউ-এর মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bvfcl.com

Official Notification: Click Here

Share it :