No. 33-RG
Online applications are invited in the prescribed format from eligible Indian citizens for preparation of separate panels for filling up the following vacancies in the post of (1) Data Entry Operator, (2) System Analyst (Programming), (3) Senior Programmer & (4) System Manager, in the High Court at Calcutta.
Post: Data Entry Operator, System Analyst (Programming),Senior Programmer, System Manager .
Eligibility: (1) Data Entry Operator: (i) Must have passed Madhyamik Examination of the West Bengal Board of Secondary Education or its equivalent from a Government recognized Council or Board or Institution. (ii) Must have passed one year Diploma in Computer Application from recognized institution. (iii) Must possess a speed of not less than 8000 key depressions per hour.
(2) System Analyst (Programming): (i) Must have passed Bachelor’s Degree in Engineering/Technology or a bachelor’s Degree in Information Technology or a Master’s Degree in Computer Application from a recognized University or its equivalent qualification. (ii) Must possess a minimum five years’ working experience in the field of programming/software development in any Public Sector Undertaking or Government or statutory body or in any Company, registered under the Companies Act.
(3) Senior Programmer: (i) Must have passed Bachelor’s Degree in Engineering/Technology or a bachelor’s Degree in Information Technology or a Master’s Degree in Computer Application from a recognized University or its equivalent qualification. (ii) Must possess a ten years’ working experience in the field of programming/software package customization with special knowledge in Operating System (Windows, Linux, MaC, OS, RDBMS like ORACLE, SQL, Server etc.) as well as working experience in any Public Sector Undertaking or Government or statutory body or in any Company, registered under Companies Act. Eligible System Analyst (Programming) may also apply for this post.
(4) System Manager: (i) Must have passed Bachelor’s Degree in Engineering/Technology or a bachelor’s Degree in Information Technology or a Master’s Degree in Computer Application from a recognized University or its equivalent qualification.(ii) Must possess a ten years’ working experience in the field of programming/software package customization with special knowledge in Operating System (Windows, Linux, MaC, OS, RDBMS like ORACLE, SQL, Server etc.) in any Public Sector Undertaking or Government or statutory body or in any Company, registered under Companies Act. Eligible System Analyst (Programming) may also apply for this post.
Age (As on 01.01.2021): (1) Data Entry Operator: 18-40 Years.
(2) System Analyst (Programming): 26-40 Years.
(3) Senior Programmer: 31-45 Years.
(4) System Manager: 31-45 Years.
Total Vacancy: 159.
Salary: (1) Data Entry Operator: Level-6 (minimum pay Rs.24,100/-) Scale- Rs.22,700/–58,500/-
(2) System Analyst (Programming): Level-16 (minimum pay NIL) Scale-
Rs.56,100/–1,44,300/-
(3) Senior Programmer: Level-17 (minimum pay NIL) Scale-Rs.67,300/–1,73,200/-
(4) System Manager: Level-17 (minimum pay NIL) Scale-Rs.67,300/–1,73,200/-
Online application closing date: 27 January 2021.
Website: www.calcuttahighcourt.gov.in
……………………………………………………………………………………………………………
কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট (প্রোগ্রামিং), সিনিয়র প্রোগ্রামার, সিস্টেম ম্যানেজার পদে ১৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৭ জানুয়ারি, ২০২১ পর্যন্ত৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) ডেটা এন্ট্রি অপারেটর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও প্রতি ঘণ্টায় ৮,০০০ কি-ডিপ্রেসনের গতি থাকতে হবে৷ ডেটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সঙ্গে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৫৩ (জেনাঃ ৪৫, জেনাঃ ইসি ২৪, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ৫, জেনাঃ প্রাক্তন সমরকর্মী ৬, জেনাঃ দক্ষ খেলোয়াড় ৩, তঃজাঃ ২১, তঃজাঃ ইসি ১১, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ২, তঃউঃজাঃ ৭, তঃউঃজাঃ ইসি ৩, ওবিসি-এ ১০, ওবিসি-এ ইসি ৫, ওবিসি-বি ৮, ওবিসি-বি ইসি৩)৷ বেতনক্রম: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷
(২) সিস্টেম অ্যানালিস্ট (প্রোগ্রামিং): ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সফটওয়্যার ডেভেলপিং বা প্রোগ্রামিং ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২৬ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷
(৩) সিনিয়র প্রোগ্রামার: ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সফটওয়্যার ডেভেলপিং বা প্রোগ্রামিং ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা৷
(৪) সিস্টেম ম্যানেজার: ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সফটওয়্যার ডেভেলপিং বা প্রোগ্রামিং ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা৷
সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.calcuttahighcourt.gov.in ওয়েবসাইটে এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের ফি ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ৮০০ টাকা (রাজ্যের তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা), সিস্টেম অ্যানালিস্ট পদের ক্ষেত্রে ১২০০ টাকা (রাজ্যের তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা), সিনিয়র প্রোগ্রামার পদের ক্ষেত্রে ১৫০০ টাকা (রাজ্যের তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা), সিস্টেম ম্যানেজার পদের ক্ষেত্রে ১৫০০ টাকা (রাজ্যের তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা), অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ অনলাইনে সফলভাবে পেমেন্টের পর ই-রিসিট প্রিন্টআউট করে নেবেন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে ও ওই একই ছবি অ্যাডমিট কার্ডেও আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ প্রথম পাটে ১ ঘণ্টা সময় সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে এই সব বিষয়ে— জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, জেনারেল ইংলিশ ও কম্পিউটারে দক্ষতা৷ মোট ৫০ টি প্রশ্ণ হবে, প্রতি প্রশ্ণের মান ২৷ প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে৷ প্রশ্ণপত্র হবে ইংরেজি ভাষায়৷ ৪০ নম্বর পেলে প্রথম পাটে সফল হওয়া যাবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের দ্বিতীয় পাটে ৪০০ নম্বরের টাইপিং টেস্ট হবে৷ এতে সফল হলে প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে (১০০ নম্বর) ডাকা হবে৷ সিস্টেম অ্যানালিস্ট পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ২ ঘন্টার সময়সীমা (২০০ নম্বর)৷ লিখিত পরীক্ষায় ৬০%বা তার বেশি পেলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ হবে (৫০ নম্বর)৷ সিনিয়র প্রোগ্রামার পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ২ ঘন্টার সময়সীমা (২০০ নম্বর)৷ লিখিত পরীক্ষায় ৬০% বা তার বেশি পেলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ হবে (৫০ নম্বর)৷ সিস্টেম ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ২ ঘন্টার সময়সীমা (২০০ নম্বর)৷ লিখিত পরীক্ষায় ৬০% বা তার বেশি পেলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ হবে (৫০ নম্বর)৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে৷ ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details