Union Public Service Commission invites online applications for Central Armed Police Forces (Assistant Command) Examination, 2022.
Post: Assistant Commandant.
Total vacancy: 253. BSF: 66, CRPF: 29, CISF: 62, ITBP: 14, SSB: 82.
Eligibility: A candidate must hold a Bachelor’s degree of a University.
Age: 20 to 25 years (as on 01/08/2022).
Last Date of Recipt Application: 10th May, 2022.
………………………………………..
৫ কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী-সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF), ইন্দো-তিববত বর্র্ডর পুলিশ ITBP)ও সশস্ত্র সীমাবল SSB) ‘অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট’ পদে ২৫৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ নিয়োগ করা হবে ইউপিএসসি পরিচালিত সিএপিএফ (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্টস) এক্সামিনেশন, ২০২২-এর মাধ্যমে৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷ যারা এবছর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন, তারাও শর্তসাপেক্ষে দরখাস্ত করতে পারবেন৷ এনসিসি-র ‘বি’ / ‘সি’ সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ পরীক্ষা হবে ৭ আগস্ট, ২০২২৷ বয়স: ১ আগস্ট, ২০২২- এর হিসেবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ আগস্ট, ১৯৯৭ থেকে ১ আগস্ট, ২০০২ তারিখের মধ্যে৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক মাপজোক: ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি, ওজন ৫০ কেজি হতে হবে৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি, ওজন ৪৬ কেজি হতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে সংশোধন সহ ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/১২ অথবা দু’চোখেই ৬/৯ হতে হবে৷ কাছের ক্ষেত্রে সংশোধন সহ ভালো চোখে এন-৬, খারাপ চোখে এন-৯৷ পায়ের চ্যাটালো পাতা, ভাঙা হাঁটু, শিরাস্ফীতি, ট্যারা দৃষ্টি, বর্র্ণন্ধতা থাকলে দরখাস্ত করবেন না৷ বাহিনী অনুযায়ী শূন্যপদ: মোট শূন্যপদ ২৫৩-এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ৬৬৷ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ২৯৷ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৬২৷ ইন্দো-তিববত বর্র্ডর পুলিশে ১৪৷ সশস্ত্র সীমাবলে ৮২৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ মে, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে এই ওয়েবসাইটে https://www.upsconline.nic.in৷ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে দুটি পার্টে৷ প্রথম পার্টে প্রার্থীকে নিজস্ব তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ একজন প্রার্থী কেবল মাত্র একটি দরখাস্ত করতে পারবেন৷ দ্বিতীয় পার্টে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনেক্রেডিট / ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে অথবা অফলাইনে সিস্টেম জেনারেটেড চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় জমা দিতে হবে৷ অফলাইনে টাকা জমা দিতে হবে ৯ মে, ২০২১ এর মধ্যে অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে পারবেন ১০ মে, ২০২১ সন্ধ্যা ৬টার মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ও মহিলা প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে (১) লিখিত পরীক্ষা (২) শারীরিক মাপজোক/শারীরিক সক্ষমতার পরীক্ষা ও মেডিক্যাল স্টান্ডার্ডস টেস্ট-এর মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হলে দুটি পার্টে৷ প্রথম পার্টে পরীক্ষা হবে জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স (২৫০ নম্বর)৷ সফল প্রার্থীদের দ্বিতীয় পার্টে পরীক্ষা হবে এইসব বিষয়ে জেনারেল স্টাডিস, এসে ও কম্প্রিহেনশন (২০০ নম্বর)৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৩ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড়, ৩টি সুযোগে সাড়ে ৩ মিটার লং জাম্প ও সাড়ে ৪ মিটার দূরত্বে শট পাট (৭.২৬ কেজি ওজনের) ছুঁড়তে হবে৷ মেয়েদের বেলায় ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড়, ৩টি সুযোগে ৩ মিটার লং জাম্প দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.upsc.gov.in/
Get details: Click Here