Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CCRAS RECRUITING 38 EMPLOYEES / কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ৩৮ কর্মী

Advertisement No.03/2022

Central Council for Research in Ayurvedic Science is inviting applications for recruitment to the following contractual post.

Post:  Pharmacist (Grade-I), Panchakarma Technician, Research Officer

Total Vacancy: 38

Eligibility: Diploma/Degree/PG in relevant disciplines

Age limit: Pharmacist (Grade-I), Panchakarma Technician- 27 years, Research Officer- 40 years.

Pay scale: Pharmacist (Grade-I)- Level 5, Panchakarma Technician- Level 4, Research Officer- Level 10.

Last Date of Online of Application: 14th August, 2022

……………………………

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনস্থ গবেষণা সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স ফার্মাসিস্ট (গ্রেড-I), পঞ্চকর্ম টেকনিশিয়ান, রিসার্চ অফিসার পদে ৩৮ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ আগস্ট, ২০২২-এর  মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা (১) ফার্মাসিস্ট (গ্রেড-I):  আয়ুর্বেদ বিষয়ে ডিফার্ম পাশ হতে হবে ও আয়ুর্বেদিক হাসপাতালে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আয়ুর্বেদ বিষয়ে বিফার্ম পাশ হতে হবে৷ শূন্যপদ:  ২৫ (জেনাঃ ১৭, তঃজাঃ ১, ওবিসি ৭)৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম:  লেভেল ৫৷ নিয়োগ করা হবে কলকাতাসহ বিভিন্ন স্থানে৷

(২) পঞ্চকর্ম টেকনিশিয়ান: পঞ্চকর্ম বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও আয়ুর্বেদিক হাসপাতাল/সংস্থায় ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ:  ৮ (অসংরক্ষিত)৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম:  লেভেল ৪৷ নিয়োগ করা হবে কলকাতাসহ বিভিন্ন স্থানে৷

(৩) রিসার্চ অফিসার (ইনফরমেশন টেকনোলজি): ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ:  ১ (অসংরক্ষিত)৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল ১০৷ নিয়োগ করা হবে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স-এ৷

(৪) রিসার্চ অফিসার (আয়ুর্বেদ): আয়ুর্বেদ বিষয়ে এমডি / এমএস পাশ হতে হবে ও আয়ুর্বেদ বিষয়ের সেন্ট্রাল / স্টেট রেজিস্ট্রারে নথিভুক্ত হতে হবে৷ শূন্যপদ:  ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ বেতনক্রম:  লেভেল ১০৷ নিয়োগ করা হবে দিল্লিসহ বিভিন্ন স্থানে৷

উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর, ওবিসি-এনসিএল হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.ccras.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে, ২০০×২৩০ পিক্সেলস), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে, ১৪০× ৬০ পিক্সেলস) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ রিসার্চ অফিসার পদের বেলায় দরখাস্ত ফি ১৫০০ টাকা ও অন্যান্য পদের বেলায় দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: রিসার্চ অফিসার পদের বেলায় কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে ও অন্যান্য পদের বেলায় কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ কলকাতাসহ একাধিক শহরে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.ccras.nic.in

Official Notification: click here

Share it :