Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CENTRAL GLASS & CERAMIC RESEARCH INSTITUTE IS HIRING 70 PERSONNEL / কেন্দ্রীয় সংস্থায় ৭০ টেকনিশিয়ানও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

Advt.No. 01/2022

CSIR-Central Glass & Ceramic Research Institute invites online applications for the following posts.

Post: Technician, Technical Assistant.

Total vacancy: 70. Technician: 32, Technical Assistant: 38.

Eligibility:  post  wise different.

Age: within 28 years (as on 31/05/2022).

Pay Scale: post  wise different.

Last Date of Online Application: 31st May, 2022.

…………………………………………………

সিএসআইআর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট  টেকনিশিয়ান ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৭০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৩১ মে, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ মে, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) টেকনিশিয়ান: পোস্ট কোড টি-০১: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার ইঞ্জিয়িারিংয়ে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টি-০২: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ পোস্ট কোড টি-০৩: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কেমিক্যাল প্ল্যান্টে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টি-০৪: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ইনস্ট্রুমেন্ট মেকানিক / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ বা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ পোস্ট কোড টি-০৫: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও টুল অ্যান্ড ডাই মেকার (ডাইস অ্যান্ড মোল্ডস) ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ পোস্ট কোড টি-০৬: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ পোস্ট কোড টি-০৭: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেন্টেন্যান্স  ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ বা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ পোস্ট কোড টি-০৮: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ইলেকট্রনিক মেকানিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ পোস্ট কোড টি-০৯: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং / অফিস ম্যানেজমেন্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টি-১০: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও মেশিনিস্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে বা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ পোস্ট কোড টি-১১: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কেটারিং অ্যান্ড হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টি-১২: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ব্রড বেসড বেসিক ট্রেনিং / প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং / প্লাস্টিক প্রসেসিং / কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(খ) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: পোস্ট কোড টিএ-০১: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টিএ-০২: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টিএ-০৩: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টিএ-০৪: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল  ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ পোস্ট কোড টিএ-০৫: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সেরামিক  ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টিএ-০৬: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি / কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং / কম্পিউটার সফটওয়্যার টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ পোস্ট কোড টিএ-০৭: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ পোস্ট কোড টিএ-০৮: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ পোস্ট কোড টিএ-০৯: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বি.এসসি ও বি.লিব.সায়েন্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ পোস্ট কোড টিএ-১০: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বি.এসসি (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স) পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ট্রেনিং থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ পোস্ট কোড টিএ-১১: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা বা ল্যাটারাল অ্যাডমিশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.cgcri.res.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্যা আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ আবেদন ফি ৫০০ টাকা অনলাইনে এনইএফটি / আরটিজিএস / ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে এই অ্যাকাউন্টে জমা দিতে হবে -“Central Glass & Ceramic Research Institute” A/c No. 30267963259 of State Bank of India, Jadavpur University Branch (IFSC Code No.SBIN0000093)”৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিতে সই করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ১৫ জুন, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -The Controller of Administration, CSIR-Central Glass & Ceramic Research Institute, 196, Raja S. C. Mullick Road, Kolkata – 700032৷ একাধিক পদে আবেদন করতে চাইলে আলাদা আলাদা দরখাস্ত করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট ও ওএমআর বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official websitehttps://www.cgcri.res.in/career-2/

Get detailsClick Here

Share it :