Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CENTRAL INSTITUTE OF PSYCHIATRY TO RECRUIT 51 / সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে ৫১

Central Institute of Psychiatry is inviting applications for recruitment to 51 posts of Nursing Officer, Clinical Psychologist, Assistant Psychologist, Pharmacist, Needle Women, Tailor, Cook.

Post: Clinical Psychologist, Nursing Officer, Assistant Psychologist, Pharmacist, Needle Women, Tailor, Cook.

Total vacancy: 51

Eligibility: 10th, 12th, ITI, Diploma in Pharmacy, GNM/ B.Sc/B.Sc. (Hons.) in Nursing, Bachelor Degree, Master Degree.

Age limit: 18 to 45 years

Pay scale:  Rs. 19,900 – Rs. 1,42,400

Last date of online application: 21 September, 2021

Application fee: Rs. 400 for UR, EWS and OBC candidates; Rs. 300 for SC/ST candidates.

————————————————-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে নার্সিং অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্টফার্মাসিস্ট, নিডল উইমেন, টেলর, কুক পদে ৫১ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ সেপ্ঢেম্বর, ২০২১-এর মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) নার্সিং অফিসার : নার্সিংয়ে বি.এসসি (অনার্স) / বি.এসসি / পোস্ট বেসিক বি.এসসি পাশ হতে হবে অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশের পর ৫০ শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে (তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি ৩ বছর, জেনারেল আর্থিক অনগ্রসর শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর, তপশিলি জাতি/উপজাতি শারীরিক প্রতিবন্ধীরা ১৫ বছর এবং ওবিসি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১৩ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ৪৫ (জেনাঃ ২০, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(২) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট : সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি / মেডিক্যাল সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজিতে ২ বছরের এম.ফিল পাশ হতে হবে৷ কোনো মানসিক হাসপাতাল, চাইল্ড গাইডেন্স ক্লিনিক বা কোনো হাসপাতালের মনোবিদ বিভাগে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(৩) অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট : সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা এই বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৪) ফার্মাসিস্ট : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফার্মাসিতে ২ বছরের ডিল্পোমা পাশ ও বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৫) নিডল উইমেন : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ এমব্রয়ডারি অ্যান্ড নিডল ওয়ার্ক ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৬) টেলর : মাধ্যমিক বা সমতুল পাশ ও টেলর / কাটিং অ্যান্ড সিউয়িং ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৭) কুক : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো সরকারি বা বেসরকারি সংস্থার ক্যান্টিনে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.cipranchi.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার এই অ্যাকাউন্টে জমা দিতে হবে —Bank of Boroda, Kanke Branch, a/c name – Central Institute of Psychiatry, Account No. – 26260200000205, IFSC code – BARBOKANKEE (fifth character is Zero) and MICR code – 834012004৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কবি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট

Official website: www.cipranchi.nic.in

Official Notification: http://recruitment.cipdigitalacademy.in/index.php/home/adv_info

Application link http://recruitment.cipdigitalacademy.in/

 

 

Share it :