Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CENTRE ADMINISTRATOR AND CASE WORKER IN KALIMPONG DISTRICT / কালিম্পং জেলায় ৩

Memo. No. 55/DSWO/KPG/2022

Applications are invited from eligible female candidates for the following posts.

Post: Centre Administrator, Case Worker.

Total vacancy: 3. Centre Administrator: 1, Case Worker: 2.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Salary:  post wise different.

Last Date of Application Submission: 3rd June, 2022 till 4 pm.

………………………………

কালিম্পং জেলার সমাজ কল্যাণ বিভাগে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার পদে ৩ জন মেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ জুন, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর: যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও ভালো কম্পিউটার জানতে হবে৷ নেপালি ও ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / উইমেন ইস্যুতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

(২) কেস ওয়ার্কার: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও ভালো কম্পিউটার জানতে হবে৷ নেপালি ও ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / উইমেন ইস্যুতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৩ মে, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.kalimpong.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে ও অতিরিক্ত ১ কপি দরখাস্তের সঙ্গে খামের মধ্যে দিয়ে দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে — বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট ও নিজের নাম-ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট লাগানো একটি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা ডাকযোগের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -Office of the District Social Welfare Office, Old Hotel Chimal, RingkingpongRoad,Kalimpong – 734301৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩০ নম্বর), কম্পিউটার টেস্ট (১৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: https://kalimpong.gov.in/

Get details: Click Here

 

Share it :