Applications are invited from eligible female candidates of Nadia district for the following posts.
Post: Centre Administrator, Case Worker.
Total vacancy: 3. Centre Administrator- 1, Case Worker- 2.
Eligibility: Centre Administrator- PG, Case Worker- Graduate.
Age: Centre Administrator- 45 years, Case Worker- 35 years
Salary: Centre Administrator- Rs. 30,000, Case Worker- Rs. 15,000
Last Date of Application Submission: 7th June, 2022 till 5 pm.
…………………………………………
নদীয়া জেলার সমাজ কল্যাণ বিভাগে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার পদে ৩ জন মহিলা নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৭ জুন, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কেস ওয়ার্কার: গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক৷ উইমেন ইস্যুতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৩ মে, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
(২) সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর: পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / উইমেন ইস্যুতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে http://nadia.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-এর প্রতিলিপি একত্রে একটি খামে ভরে Office of the Additional District Magistrate Development),Nadia ঠিকানায় রাখা ড্রপবক্সে জমা করতে হবে অথবা নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে উল্লিখিত নথিপত্রগুলি একত্রে স্ক্যান করে nadiaosc2022@gmail.com আই-ডি তে মেল করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পদে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ হবে ১৫ জুন, ২০২২ এবং কেস ওয়ার্কার পদে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ হবে ১৬ জুন, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: http://nadia.gov.in
Official Notification: Click Here
Application Form: Click Here





