Advt. No. N/001/2021
Chittaranjan National Cancer Institute, Kolkata, is inviting applications for recruitment to 5 posts of Medical Physicist (Radiotherapy), Deputy Medical Superintendent, Engineer (Biomedical).
Post: Medical Physicist (Radiotherapy), Deputy Medical Superintendent, Engineer (Biomedical).
Total vacancy: 5. Medical Physicist (Radiotherapy) – 3 (UR), Deputy Medical Superintendent – 1 (UR), Engineer (Biomedical) – 1 (UR).
Eligibility: Post Graduate (relevant stream), Bachelor’s Degree (Biomedical Engineering)
Age limit: Medical Physicist (Radiotherapy): 35 years, Deputy Medical Superintendent: 40 years, Engineer (Biomedical): 40 years (as on 18th September, 2021)
Payscale: Medical Physicist (Radiotherapy): Rs. 56,100 – Rs. 1,77,500, Deputy Medical Superintendent: Rs. 67,000 – Rs. 2,08,700 Engineer (Biomedical): Rs. 56,100 – Rs. 1,77,500
Application fee: Rs. 1000 (SC/ST: Rs. 500, PWD exempted)
Last date for online application: 18th September, 2021
………………………………
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, কলকাতা মেডিকেল ফিজিসিস্ট (রেডিওথেরাপি), ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট, ইঞ্জিনিয়ার (বায়োমেডিকেল) পদে ৫ জনকে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) মেডিকেল ফিজিসিস্ট (রেডিওথেরাপি) : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেডিকেল ফিজিক্স বিষয়ে এমএসসি বা সমতুল পাশ হতে হবে বা ফিজিক্স বিষয়ে এমএসসি পাশ করে রেডিওলজিক্যাল / মেডিকেল ফিজিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স : ১৮ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২) ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট : ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল মেডিকেল যোগ্যতা থাকতে হবে, সঙ্গে এমডি (হসপিটাল অ্যাডমিনিস্টেশন) এমএইচএ পাশ হতে হবে বা যে কোনো ক্লিনিক্যাল বিষয়ে এমডি / এমএস পাশ হতে হবে বা ২০০ বেডের হসপিটালে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৮ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(৩) ইঞ্জিনিয়ার (বায়োমেডিকেল) : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৮ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবে৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে http://cnciexam.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি অনলাইনে জমা দিতে হবে ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০০ টাকা)৷ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে এক কপি প্রিন্ট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছই পদ্ধতি : পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://cnci.ac.in/
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Chittaranjan-Nat.-Cancer-Inst..pdf