Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CISF HIRING 1149 CONSTABLES / সিআইএসএফ-এ ১১৪৯ কনস্টেবল

Central Industrial Security Force invites applications for the following post.

Post: Constable/Fire

Total Vacancy: 1149 (only Male)

Eligibility: 12th passed with Science Subject + Proper physical standards.

Age Limit: 18 to 23 years

Pay Level: Rs.21,700-69,100

Last Date of Online Application: 04 March 2022 upto 5pm

…………………………….

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল/ফায়ার (মেল) পদে ১১৪৯ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৪ মার্চ, ২০২২-এর হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ মার্চ, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা :  প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে৷ শারীরিক মাপজোক :  উচ্চতা হতে হবে ১৭০ সেমি ও ছাতির মাপ হতে হবে ৮০ থেকে ৮৫ সেমি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে)৷ গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিমি এবং লাদাখ, কাশ্মীর উপত্যকা ও উত্তর পূর্ব রাজ্যগুলির বাসিন্দাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেমি ও ছাতির মাপ হতে হবে ৭৮ থেকে ৮৩ সেমি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে)৷ মিজো ও নাগা সহ আদিবাসীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি ও ছাতির মাপ হতে হবে ৭৭ থেকে ৮২ সেমি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে)৷

শূন্যপদ :  পশ্চিমবঙ্গ : সমগ্র রাজ্য – ৫১ (জেনাঃ ২১, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ২, ওবিসি – ১১, আর্থিকভাবে অনগ্রসর – ৫), নকশাল অধ্যুষিত অঞ্চল – ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ অন্যান্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল : অন্ধ্রপ্রদেশ – ৭৯, অরুনাচলপ্রদেশ – ৯, আসাম – ১০৩, বিহার – ১২৩, চন্ডীগড় – ১, ছত্তিসগড় – ৪০, দিল্লি – ১০, গোয়া – ১, গুজরাট – ৩৪, হরিয়ানা – ১৪, হিমাচল প্রদেশ – ৪, জম্মু ও কাশ্মীর – ৪১, ঝাড়খন্ড – ৮৭, কর্নাটক – ৩৪, কেরালা – ৪০, লাদাখ – ১, মধ্যপ্রদেশ – ৫০, মহারাষ্ট্র – ৭০, মণিপুর – ১১, মেঘালয় – ১৩, মিজোরাম – ৫, নাগাল্যান্ড – ৭, ওড়িশা – ৫৮, পন্ডিচেরি – ১, পঞ্জাব – ১৬, রাজস্থান – ৩৯, তামিলনাড়ু – ১, তেলেঙ্গানা – ৩০, ত্রিপুরা – ১৫, উত্তরপ্রদেশ – ১১২, উত্তরাখন্ড – ৫৷ সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য পদ সংরক্ষিত রয়েছে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.cisfrectt.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদনের জন্য প্রার্থীর ডোমিসাইল/পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ৩.৫ সেমি x ৪.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি) ও ৪ সেমিx ২ সেমি মাপের সই (১০ কেবি থেকে ২০ কেবি) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ আনুষঙ্গিক নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও প্রাক্তণ সমরকর্মী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শারীরিক মাপজোক,  শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷  অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://cisfrectt.in/

Official Notification: https://cisfrectt.in/notifications/Fire21_Notification_English.pdf

Share it :