Central Industrial Security Force (CISF) invites application for recruitment to following post under sports quota.
Post: Head Constable (General Duty)
Total Vacancy: 249 (Men- 181, Women- 68)
Eligibility: 12th pass from a recognized educational Institution with credit of representing State/ National/ International in games, Sports and Athletics. Must have proper physical standards.
Age limit: 18 to 23 years as on 01.08.2021.
Pay scale: Rs. 25,500 – Rs. 81,000
Application Fee: Rs. 100 (SC/ST/Women candidates are exempted)
Last Date of Receipt of Application: 31st March, 2022
………………………………………………..
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে ২৪৯ জন ক্রীড়াবিদ নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে স্থায়ী হতে পারে৷ নিম্নলিখিত ত্রীড়াক্ষেত্রগুলি থেকে নিয়োগ করা হবে – অ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, জিমন্যাস্টিক্স, ফুটবল, হকি, হ্যান্ডবল, জুডো, কবাডি, শুটিং, সুইমিং, ভলি বল, ওয়েট লিফটিং, রেসলিং ও তাইকোন্ডো৷ বয়স হতে হবে ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য সুবিধা৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ মার্চ, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷ যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিগত / দলগত ইভেন্টে ১ জানুয়ারি, ২০১৯ থেকে ৩১ মার্চ, ২০২২-এর মধ্যে অনুষ্ঠিত অথবা সর্বশেষ অনুষ্ঠিত সিনিয়র / জুনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা জাতীয় প্রতিয়োগিতায় সিনিয়র / জুনিয়র লেভেলে মেডেল প্রাপক হতে হবে বা জাতীয় প্রতিয়োগিতায় সিনিয়র / জুনিয়র লেভেলে রাজ্যের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা অল ইন্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে মেডেল প্রাপক হতে হবে বা ন্যাশনাল সুকল গেমস / চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল প্রাপক হতে হবে৷
শারীরিক মাপজোক : পুরুষদের বেলায় উচ্চতা ১৬৭ সেমি ও বুকের ছাতি ৮১ সেমি – ৮৬ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৩ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠা, আদিবাসী (পাহাড়ী এলাকার) এবং দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-এর অধিবাসীরা ও তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি হতে হবে৷ চশমা ছাড়া কাছের দৃষ্টিশক্তি ভালো চোখে N6 ও খারাপ চোখে N9 এবং দূরের দৃষ্টিশক্তি ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/9 হতে হবে৷
ক্রীড়াক্ষেত্র অনুযায়ী শূন্যপদ : (১) অ্যাথলেটিক্স : পুরুষ – ১০০ মিটার -১, ২০০ মিটার -৩, ৪০০ মিটার -২, ৮০০ মিটার -২, ১৫০০ মিটার -৩, ৩০০০ মিটার (এসসি) -২, ৫০০০ মিটার -৩, ১০০০০ মিটার -৩, ম্যারাথন – ৩, ২০ কিমি হাঁটা -৩, ১১০ মিটার হার্ডেল -২, ৪০০ মিটার হার্ডেল -৩, ৪× ১০০ মিটার রিলে – ৪, ৪× ৪০০ মিটার রিলে – ৪, শট পাট – ২, হ্যামার থ্রো- ২, জ্যাভেলিন থ্রো -১, ডিক্যাথলন – ২, লং জাম্প – ১, হাই জাম্প – ২, ট্রিপল জাম্প – ৩, পোল ভল্ট – ১৷ মহিলা – ১০০ মিটার -১, ২০০ মিটার -২, ৪০০ মিটার -১, ৮০০ মিটার -৩, ১৫০০ মিটার -৩, ৩০০০ মিটার (এসসি) -৩, ৫০০০ মিটার -১, ১০০০০ মিটার -২, ১০ কিমি হাঁটা -২, ১০০ মিটার হার্ডেল -২, ৪০০ মিটার হার্ডেল -৩, ৪× ১০০ মিটার রিলে – ৪, ৪× ৪০০ মিটার রিলে – ৪, ডিসকাস থ্রো – ১, হ্যামার থ্রো- ১, জ্যাভেলিন থ্রো – ১, লং জাম্প – ১, হাই জাম্প – ১, পোল ভল্ট – ২৷ (২) বক্সিং : পুরুষ — ৪৮ কেজি – ১, ৫১ কেজি – ১, ৫৪ কেজি – ১, ৬৩.৫ কেজি – ১, ৮০ কেজি – ১, ৮৬ কেজি – ১, ৯২ কেজি – ১, ৯২ কেজির উধের্ব – ১৷ মহিলা — ৪৮ কেজি – ১, ৫৪ কেজি – ১, ৫৭ কেজি – ১, ৬০ কেজি – ১, ৬৩ কেজি – ১, ৬৬ কেজি – ১, ৭০ কেজি – ১, ৭৫ কেজি – ১, ৮১ কেজি – ১, ৮১ কেজির উধের্ব – ১৷ (৩) বাস্কেটবল : পুরুষ – ৮৷ (৪) জিমন্যাস্টিক্স : পুরুষ – ৫৷ (৫) ফুটবল : পুরুষ – ১০৷ (৬) হকি : পুরুষ – ১৫৷ (৭) হ্যান্ডবল : পুরুষ – ৬৷ (৮) জুডো : পুরুষ — ৬৬ কেজি – ২, ৭৩ কেজি – ১, ৮১ কেজি – ২, ৯০ কেজি – ১, ১০০ কেজি – ১৷ মহিলা — ৭০ কেজি – ২, ৭৮ কেজির উধের্ব – ২৷ (৯) কবাডি : পুরুষ ৭, মহিলা ৮৷ (১০) শুটিং : পুরুষ — রাইফেল ২, পিস্তল ১৷ মহিলা— রাইফেল ১৷ (১১) সুইমিং : পুরুষ — ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার (ফ্রি স্টাইল) – ৩ ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার (ব্রেস্ট স্ট্রোক) – ৩ ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার (ব্যাক স্ট্রোক) – ৩ ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার (বাটারফ্লাই) – ২ ১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিং – ২ ৩ মিটার স্প্রিং বোর্ড ডাইভিং – ২ হাই বোর্ড ডাইভিং – ২৷ (১২) ভলি বল : পুরুষ – ৫৷ (১৩) ওয়েট লিফটিং : পুরুষ — ৫৫ কেজি – ২, ৬১ কেজি – ১, ৬৭ কেজি – ২, ৭৩ কেজি – ২, ৮১ কেজি – ২, ৮৯ কেজি – ১, ৯৬ কেজি – ২, ১০২ কেজি – ২, ১০৯ কেজি – ১, ১০৯ কেজির উধের্ব – ১৷ মহিলা — ৪৫ কেজি – ১, ৫৯ কেজি – ১, ৬৪ কেজি – ১, ৭১ কেজি – ১, ৭৬ কেজি – ১, ৮৭ কেজি – ১, ৮৭ কেজির উধের্ব – ১৷ (১৪) রেসলিং : পুরুষ — ৫৫ কেজি (গ্রিকো রোমান) – ২, ৬০ কেজি (গ্রিকো রোমান) – ১, ৮২ কেজি (গ্রিকো রোমান) – ২, ৮৭ কেজি (গ্রিকো রোমান) – ১, ৯৭ কেজি (গ্রিকো রোমান) – ২, ১২৫ কেজি (গ্রিকো রোমান) – ১, ৭০ কেজি (ফ্রি স্টাইল) – ১, ৭৪ কেজি (ফ্রি স্টাইল) – ১, ৮৬ কেজি (ফ্রি স্টাইল) – ১, ৯৭ কেজি (ফ্রি স্টাইল) – ১, ১২৫ কেজি (ফ্রি স্টাইল) – ১৷ (১৫) তাইকোন্ডো : পুরুষ — ৫৪ কেজি – ১, ৫৮ কেজি – ১, ৬৩ কেজি – ১, ৬৮ কেজি – ১, ৭৪ কেজি – ১, ৮০ কেজি – ১, ৮৭ কেজি – ১, ৮৭ কেজির উধের্ব – ১৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://cisfrectt.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় তিন মাসের মধ্যে তোলা প্রার্থীর স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি (ছবি তোলার তারিখ-সহ) সেঁটে দিতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সিআইএসএফ-এর নির্দিষ্ট শাখার অফিসারের অনুকূলে জমা করতে হবে৷ মহিলা ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের কোনো দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্পোর্টস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও তিন মাসের মধ্যে তোলা প্রার্থীর স্বপ্রত্যয়িত ২টি অতিরিক্ত রঙিন পাসপোর্ট ছবি (ছবি তোলার তারিখ-সহ) একত্রে একটি খামে ভরে তার উপর ‘APPLICATION FOR THE POST OF HEAD CONSTABLE /GENERAL DUTY UNDER SPORTS QUOTA-2021 (NAME OF DISCIPLINE / EVENT)’ লিখে সিআইএসএফ-এর নির্দিষ্ট শাখার অফিসারের ঠিকানায় পাঠাতে হবে৷ অ্যাথলেটিক্স ও হ্যান্ডবল পদের প্রার্থীদের Deputy Commandant/DDO CISF CZ HQrs Bhilai, payable at Civic Centre, Bhilai, Pin-490006 / SBI Main Branch Sector-I, Bhilai (Code No. 0330) -এর অনুকূলে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফট জমা করে আনুষঙ্গিক নথিপত্র-সহ দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায় —DY INSPECTOR GENERAL, CISF (CENTRAL ZONE) HQRS., BHILAI, 03RD RB CAMPUS, POST-UTAI, DIST-DURG, STATE-CHHATTISGARH-491107৷ বক্সিং, জিমন্যাস্টিক্স ও রেসলিং পদের প্রার্থীদেরAssistant Commandant/DDO CISF NZ-1 HQrs., Mahipalpur, payable at GPO New Delhi / SBI Centaur Hotel, IGI Airport, New Delhi (Code No. 08087) -এর অনুকূলে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফট জমা করে আনুষঙ্গিক নথিপত্র-সহ দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায় —DY INSPECTOR GENERAL, CISF (NORTH ZONE-1) HQRS., CISF CAMPUS, MAHIPALPUR, POST-MAHIPALPUR, NEW DELHI-110037৷ বাস্কেটবল, হকি ও ওয়েট লিফটিং পদের প্রার্থীদেরAssistant Commandant / DDO, CISF 5th RB Ghaziabad, payable at Head Post Office Ghaziabad, Navyug Market, Uttar Pradesh, Pin-201001 / SBI Ahinsa Khand, Ghaziabad (Code No. 15468)-এর অনুকূলে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফট জমা করে আনুষঙ্গিক নথিপত্র-সহ দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায় —DY. INSPECTOR GENERAL, CISF RRC NCR ZONE HQRS., CISF 5TH RB BATTALION, GHAZIABAD, POST-SHIPRA SUN CITY, DIST-GHAZIABAD, UTTAR PRADESH-201014৷ ফুটবল ও ভলি বল পদের প্রার্থীদের Assistant Commandant / DDO, CISF SEZ-1 HQrs., Kolkata, payable at GPO Kolkata / SBI Bikash Bhavan (Code No.007816)-এর অনুকূলে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফট জমা করে আনুষঙ্গিক নথিপত্র-সহ দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায় —DY. INSPECTOR GENERAL, CISF (SOUTH EAST ZONE-1) HQRS., PREMISES NO.553, EAST KOLKATA TOWNSHIP (KASBA), KOLKATA -700 107, WEST BENGAL৷ জুডো, কবাডি ও শুটিং পদের প্রার্থীদের Assistant Commandant / DDO, CISF (WZ) HQrs Kharghar, Navi Mumbai, payable at GPO Mumbai / SBI Sector-35, Kharghar (Code No.15972)-এর অনুকূলে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফট জমা করে আনুষঙ্গিক নথিপত্র-সহ দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায় — DY. INSPECTOR GENERAL, CISF (WEST ZONE) HQRS., CISF COMPLEX, SECTOR-35, KHARGHAR, NAVI MUMBAI, DIST-RAIGAD, MAHARASHTRA – 410 210৷ সুইমিং ও তাইকোন্ডো পদের প্রার্থীদের Assistant Commandant / DDO, CISF SZ HQrs., Chennai, payable at GPO Chennai / SBI Besant Nagar, Chennai (Code No. 003274)-এর অনুকূলে পোস্টাল অর্ডার / ডিমান্ড ড্রাফট জমা করে আনুষঙ্গিক নথিপত্র-সহ দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায় —DY. INSPECTOR GENERAL, CISF (SOUTH ZONE) HQRS., ‘D’ BLOCK, RAJAJI BHAVAN, BESANT NAGAR, CHENNAI, TAMIL NADU-600 090৷
প্রার্থী বাছাই পদ্ধতি : ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, নথিপত্র যাচাই, ট্রায়াল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://cisfrectt.in