Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CMOH, HOWRAH HIRES 51 DOCTORS, NURSE & OTHER STAFFS / স্বাস্থ্য প্রকল্পে ৫১ নার্স, ডাক্তার ও স্বাস্থ্য কর্মী

Advt. No. DHFWS/HOW/483

Walk-in-interview will be conducted for the following positions on contractual basis in the District of Howrah.

Post: Medical Officer, Staff Nurse, Accountant, GDA, Senior Tuberculosis Laboratory Supervisor.

Total vacancy: 51.

Eligibility: post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Date of interview: 11th March, 2022.

……………………………………………………………………………………

হাওড়া জেলায় জাতীয় স্বাস্থ্য প্রকল্পের বিভিন্ন কর্মসূচীর অধীনে স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, অ্যাকাউন্ট্যান্ট,জিডিএ, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে চুক্তির ভিত্তিতে ৫১ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১১ মার্চ, ২০২২ সকাল ১০ টায় এই স্থানে -DRS HALL (1sr Floor), Bunglow Office Campus of the CMOH, 11, Dr. P. K. Banerjee Road, Lichubagan, Howrah, Howrah – 711101 ৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স (এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত জিএনএম পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৫৷ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন: ২৩ (জেনাঃ ১২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২)৷ বালি মিউনিসিপ্যাল কর্পোরেশন: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ উলুবেড়িয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(২) স্টাফ নার্স (এইচসিপি): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত জিএনএম পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তার পরিজনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৩) অ্যাকাউন্ট্যান্ট: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷

(৪) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার(এনটিইপি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ও ডিএমএলটি পাশ হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ আরএনটিসিপি / এনটিইপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ হাওড়া জেলার বাসিন্দা হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৫) মেডিক্যাল অফিসার (এনইউএইচএম): এমবিবিএস পাশ সঙ্গে ১ বছরের কম্পালসরি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(৬) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (এনআরএইচএম): এমবিবিএস পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১) ৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(৭) মেডিক্যাল অফিসার (এইচসিপি): এমবিবিএস পাশ হতে হবে৷ থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(৮) জিডিএ: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ মূল কপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে আনতে হবে -সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, পিপিও (অবসরপ্রাপ্ত প্রার্থীদের বেলায়), অভিজ্ঞতার শংসাপত্র৷ অতিরিক্ততথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/pages/career

Get detailsClick Here

Share it :