Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CMOH NADIA HIRES 52 HEALTH WORKERS / নদিয়া জেলায় ৫২ স্বাস্থ্যকর্মী

Memo No. CMOH-Nad/8239

Office of the Chief Medical Officer of Health, Nadia is inviting applications for recruitment to the following posts on contractual basis.

Post:  Staff Nurse, Senior Treatment Supervisor, Lab Technician, Hospital Attendant, GNM, NTEP Lab Technician / Sputum Smear Microscopist, Kala-azar Technical Supervisor, Technical Supervisor, Peer Support Staff, Counsellor, Tuberculosis Laboratory Supervisor.

Total Vacancy: 52

Eligibility: 10th/12th/Diploma/Degree/PG (relevant disciplines)

Age limit: Post-wise different

Remuneration: Post-wise different

Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved candidates)

Last Date of Receipt of Application: 31st December, 2021 up to 4pm

…………………………………………….

নদিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট, জিএনএম, এনটিইপি ল্যাব টেকনিশিয়ান / স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপিস্ট, কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার, টেকনিক্যাল সুপারভাইজার, পিয়ার সার্পোট স্টাফ, কাউন্সেলর, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে ৫২ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টাফ নার্স (এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স পাশ হতে হবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩২ (জেনাঃ ১৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩)৷ এককালীন বেতন : ২৫,০০০ টাকা৷

(২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (এসটিএস)[এনটিইি]: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর ডিগ্রি বা স্যানিটারি ইন্সপেক্টরস কোর্স পাশ ও কম্পিউটার অপারেশন বিষয়ে কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে৷ দু-চাকার যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরস রিকগনাইজড কোর্স, সোশ্যাল ওয়ার্ক / মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা, বেসিক ট্রেনিং কোর্স ফর মাল্টি-পারপাস হেলথ ওয়ার্কার্স পাশ করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : ২৫,০০০ টাকা৷

(৩) ল্যাব টেকনিশিয়ান (এনইউএইচএম): ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি / ম্যাথামেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে রাজ্য সরকার অনুমোদিত ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার, এমএস অফিস ও ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন : ২২,০০০ টাকা৷

(৪) হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, ডিস্ট্রিক্ট এনসিডি ক্লিনিক, এনপিএইচসিই: মাধ্যমিক পাশ হতে হবে ও হসপিটালে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : ১০,০০০ টাকা৷

(৫) স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট, ডিস্ট্রিক্ট এনসিডি ক্লিনিক, এনপিএইচসিই: মাধ্যমিক পাশ হতে হবে ও হসপিটালে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : ১০,০০০ টাকা৷

(৬) জিএনএম আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন : ২৫,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৭) এনটিইপি ল্যাব টেকনিশিয়ান / স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপিস্ট (এনটিইপি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ইন্টারমিডিয়েট (১+২) পাশ ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা সমতুল বিষয়ে রাজ্য সরকার অনুমোদিত ডিপ্লোমা / সার্টিফায়েড কোর্স  পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন : ২২,০০০ টাকা৷

(৮) কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার, এনভিবিডিসিপি (এনএইচএম): বায়োলজি বিষয়-সহ সায়েন্স গ্র্যাজুয়েট ও শারীরিকভাবে সুস্থ হতে হবে, সঙ্গে দু-চাকার যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ হেলথ সুপারভাইজার / অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৫০ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (ওবিসি-এ ১, তঃউঃজাঃ ১)৷ বেতন : ২২,০০০ টাকা৷

(৯) টেকনিক্যাল সুপারভাইজার, বিসিএসইউ, ব্লাড সার্ভিস (এনএইচএম): ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিক্স বিষয়ে কেন্দ্র / রাজ্য সরকার অনুমোদিত ডিপ্লোমা বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে কেন্দ্র / রাজ্য সরকার অনুমোদিত ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন : ২২,০০০ টাকা৷

(১০) ল্যাব টেকনিশিয়ান, ব্লাড সার্ভিস (এনএইচএম): ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিক্স বিষয়ে কেন্দ্র / রাজ্য সরকার অনুমোদিত ডিপ্লোমা বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে কেন্দ্র / রাজ্য সরকার অনুমোদিত ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন : ২২,০০০ টাকা৷

(১১) পিয়ার সার্পোট স্টাফ, এনভিএইচসিপি (এনএইচএম): কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা ও ইংরেজি ভাষায় জ্ঞান থাকতে হবে৷ হেপাটাইটিস বি / হেপাটাইটিস সি রোগে আক্রান্ত বা উল্লিখিত রোগ থেকে সুস্থ হওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : ১০,০০০ টাকা৷

(১২) কাউন্সেলর, ব্লাড সার্ভিস (এনএইচএম): সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিওলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন : ২০,০০০ টাকা৷

(১৩) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা সমতুল বিষয়ে রাজ্য সরকার অনুমোদিত ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অপারেশন বিষয়ে কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে৷ দু-চাকার যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞাতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন : ২০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.nadia.nic.in ওwww.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি সেঁটে দিতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা)‘the Secretary, District Health & Family Welfare Samity Nadia, payable at Krishnanagar, Nadia’-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্ম প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং ডিমান্ড ড্রাফট একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the Post of ……………….” লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To The Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samity, 5, D.L. Roy Road, P.O.- Krishnanagar, District-Nadia, PIN-741101৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: http://www.nadia.gov.in/

Official Notification: Click Here

Share it :