Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CMOH, PASCHIM BARDHAMAN RECRUITING 89 HEALTH WORKERS / পশ্চিম বর্ধমান জেলায় ৮৯ স্বাস্থ্যকর্মী

Memo. No. DH&FWS/ASL/22-23/397

CMOH, Paschim Bardhaman invites applications for the following contractual posts.

Post: Staff Nurse, Laboratory Technician, Block Epidemiologist, Counsellor, Block Data Manager, Block Public Health Manager, Medical Officer General Duty, Medical Officer (Specialist),

Total Vacancy: 89

Eligibility:  Diploma/Graduate/PG in relevant disciplines.

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Online Application: 29/07/2022

Last Date of Receipt of Application: 4/8/2022 till 5 pm

…………………………….

পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য বিভাগে ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, স্টাফ নার্স, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, কাউন্সেলর, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান), মেডিকেল অফিসার জেনারেল ডিউটি পদে ৮৯ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ জুলাই, ২০২২-এর মধ্যে ও প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ৪ আগস্ট, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম ট্রেনিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷

(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷

(৩) কাউন্সেলর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷

(৪) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেম্যাটিকস / বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷

(৫) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস  পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

(৬) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার : লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

(৭) ব্লক ডেটা ম্যানেজার : গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷

(৮) মেডিকেল অফিসার জেনারেল ডিউটি : এমবিবিএস পাশের পর আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷

(৯) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (মেডিসিন): এমবিবিএস পাশের পর আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ও মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

(১০) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পেডিয়াট্রিক্স): এমবিবিএস পাশের পর আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ও পেডিয়াট্রিক মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

(১১) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (জি অ্যান্ড ও):  এমবিবিএস পাশের পর আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে এবং জি অ্যান্ড ও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ (১২) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (অপথ্যালমোলজিস্ট): এমবিবিএস পাশের পর আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ও অপথ্যালমোলজিস্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)8250999022@icici-তে ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি নিতে হবে৷ প্রিন্ট করা দরখাস্ত ও দরখাস্ত ফি-র রসিদ এবং প্রার্থীর সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ খামে ভরে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় To the CMOH & Member Secretary– Office of the CMOH– Kalyanpur Satellite Township– Asansol Paschim Bardhaman– PIN 713305৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.wbhealth.gov.in

Official Notification: click here

Share it :