No.P&A/6(90)/02 Vol VIII
Cochin Shipyard Limited (CSL), a listed premier Mini Ratna Company of Government of India, invites Online Applications for the following seats of Ship Draftsman Trainees:
Post :Ship Draftsman Trainee (Mechanical), Ship Draftsman Trainee (Electrical).
Eligibility : (i) Ship Draftsman Trainee (Mechanical) : Pass in SSLC and Three year Diploma in Mechanical Engineering from a State Board of Technical Education securing minimum of 60% of marks, with flair for Draftsmanship and proficiency in CAD.
(ii) Ship Draftsman Trainee (Electrical) :Pass in SSLC and Three year Diploma in Electrical Engineering from a State Board of Technical Education securing minimum of 60% of marks, with flair for Draftsmanship and proficiency in CAD.
Age (As on 15.01.2021): 25 years.
Total Vacancy : 62. (i) Ship Draftsman Trainee (Mechanical) : 48 (U.R-22, S.C-10, S.T.-1, OBC-11, EWS-4).
(ii) Ship Draftsman Trainee (Electrical) : 14 (U.R-7, S.C-1, S.T-2, OBC-3, EWS-1).
Period of training & Stipend: The Ship Draftsman Trainees will be paid a consolidated stipend of ` 12600/-pm during the first year of training, ` 13800/-pm during the second year and compensation for extra hours of training limited to ` 4450/- pm. No other payment will be applicable.
Online Application Closing Date :15 January, 2021.
Website :www.cochinshipyard.com
……………………………………………………………………………………………………………
কোচিন শিপইয়ার্ড লিমিটেড মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল শাখায় ৬২ জন ‘শিপ ড্রাফটসম্যান ট্রেনি’ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷
বয়স : ১৫ জানুয়ারি, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) শিপ ড্রাফটসম্যান ট্রেনি (মেকানিক্যাল): মাধ্যমিক বা সমতুল পাশের পর কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ক্যাডে দক্ষতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪৮ (জেনাঃ ২২, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(২) শিপ ড্রাফটসম্যান ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): মাধ্যমিক বা সমতুল পাশের পর কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ক্যাডে দক্ষতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
সটাইপেন্ড : নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৬০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৩,৮০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.cochinshipyard.com ওয়েবসাইটে৷ প্রার্থীর অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে৷ ১ ঘণ্টা সময়সীমার অবজেক্টিভ টাইপ প্রশ্ণপত্রের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – জেনারেল নলেজ (৫ নম্বর), জেনারেল ইংলিশ (৫ নম্বর), রিজনিং (৫ নম্বর), কোয়ান্টিটেটি অ্যাপ্ঢিটিউড (৫ নম্বর), সংশ্লিষ্ট শাখা বিষয়ক প্রশ্ণ (৩০ নম্বর)৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ৩০ নম্বরের অটোক্যাড বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details