Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Combined Graduate Level Examination, 2020/কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ৬,৫০৬ গ্রুপ বি ও সি কর্মী

Staff Selection Commission will hold Combined Graduate Level Examination, 2020 for filling up of various Group ‘B’ and Group ‘C’ posts in different Ministries/ Departments/ Organizations.

Post : (i) Group “B” : Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant , Inspector of Income Tax , Inspector (Central Excise/ Preventive Officer/ Examiner), Assistant Enforcement Officer , Sub Inspector , Inspector Posts, Inspector , Assistant/ Superintendent , Divisional Accountant, Junior Statistical Officer .

(ii) Group “C” : Auditor, Accountant , Accountant/ Junior Accountant , Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Tax Assistant, Sub-Inspector .

Eligibility :  (i) Assistant Audit Officer/ Assistant Accounts Officer : (A) Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute.(B) Desirable Qualifications: Chartered Accountant or Cost & Management Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in Business Studies or Masters in Business Administration (Finance) or Masters in Business Economics.

(ii) Junior Statistical Officer : Bachelor’s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level or Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at degree level.

(iii)All Other Posts: Bachelor’s Degree from a recognized University or equivalent.

 Age : Post wise different.

Total Vacancy: 6,506.

Salary : Post wise different.

Online application closing date : 31January 2021.

Website : https://ssc.nic.in.

……………………………………………………………………………………………………………….

স্টাফ সিলেকশন কমিশনের ‘কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন-২০২০’-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের কার্যালয়ে  অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার,অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট/সুপারিনটেন্ড্যান্ট, ইন্সপেক্টর পোস্টস, জুনিয়রস্ট্যাটিস্টিক্যাল অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়রঅ্যাকাউন্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/আপার ডিভিশন ক্লার্কস, ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট, সাব-ইন্সপেক্টর, আপারডিভিশন ক্লার্কস,ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে ৬,৫০৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ মোট শূন্যপদের মধ্যে গ্রুপ-‘বি’ গেজেটেড ২৫০, গ্রুপ-‘বি’ নন গেজেটেড ৩৫১৩ ও গ্রুপ-‘সি’ পদে ২৭৪৩ নেওয়া হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২১ রাত সাড়ে ১১টার মধ্যে৷

বয়স : প্রতিটি পদের বেলায় ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে৷ পদ অনুযায়ী বয়স বিভিন্ন৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর, বিধবা ও বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ৮ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ‘জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার’ পদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স বিষয়ে ৬০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অথবা স্ট্যাটিস্টিকস বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ‘অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার’ পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / কোম্পানি সেক্রেটারি অথবা কমার্স / বিজনেস স্টাডিজ / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স) / বিজনেস ইকোনমিক্স-এ মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷

‘সি’ গ্রুপে চাকরি হবে এইসব পদে:

(১) অডিটর: বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে ক্যাগ, সিজিডিএ ও অন্যান্য মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন বিভাগ / দপ্তরে৷

(২) অ্যাকাউন্ট্যান্ট: বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে সিজিডিএ ও ক্যাগের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে৷

(৩) অ্যাকাউন্ট্যান্ট / জুনিয়র অ্যাকউন্ট্যান্ট : বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে অন্যান্য মন্ত্রকের বিভিন্ন বিভাগে৷

(৪) ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিডিটে-তে৷

(৫) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/আপার ডিভিশন ক্লার্কস : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে৷

(৬) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিডিটি-তে৷

(৭) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিআইসি-তে৷

(৮) সাব-ইন্সপেক্টর : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারোটিক্সে৷

‘বি’ গ্রুপে চাকরি হবে এইসব পদে:

(১) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার (গেজেটেড) : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷ নিয়োগ হবে ক্যাগের অধীনে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে৷

(২) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (গেজেটেড) : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷ নিয়োগ হবে সেন্ট্রাল ক্যাগের অধীনে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে৷

(৩) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: বয়স হতে হবে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, রেল  মন্ত্রক, বিদেশ মন্ত্রক,এএফএইচবিউ ও অন্যান্য মন্ত্রকে৷

(৪) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে ইন্টেলিজেন্স ব্যুরোতে৷

(৫) অ্যাসিস্ট্যান্ট: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷  নিয়োগ হবে বিভিন্ন মন্ত্রকের কার্যালয় ও অন্যান্য অর্গানাইজেশনে৷

(৬) অ্যাসিস্ট্যান্ট/সুপারিনটেন্ড্যাট: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে বিভিন্ন মন্ত্রকের কার্যালয়ে ও অন্যান্য অর্গানাইজেশনে৷

(৭) ইন্সপেক্টর (সেন্ট্রাল এক্সাইজ/প্রিভেন্টিভ অফিসার/ এক্সামিনার): বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে সিবিআইসি-এর অধীনে৷

(৮) অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷  নিয়োগ হবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ও রাজস্ব আদায় বিভাগে৷

(৯) সাব ইন্সপেক্টর: বয়স হতে হবে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷  নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে৷

(১০) ইন্সপেক্টর পোস্টস: বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে ডাকবিভাগে৷

(১১) ইন্সপেক্টর: বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম ৪৪,৯০০ টাকা থেকে ১,৮৪,৮০০ টাকা৷ নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স-এ৷

(১২) সাব-ইন্সপেক্টর: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-তে৷

(১৩) জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার: বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেনে৷

(১৪) স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-টু: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ায়৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in. ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রথমে নাম নথিভুক্ত করতে হবে৷ নথিভুক্ত করতে নিজের নাম, বাবার নাম, মা-র নাম, জেন্ডার, জন্ম-তারিখ, ক্যাটেগরি, স্থায়ী ঠিকানা লিখতে হবে৷ রেজিস্ট্রেশন সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটি কোথাও লিখে রাখতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ২০ কেবি থেকে ৫০ কেবি ও সই ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা ভিসা / মাস্টার কার্ড বা মায়েস্ত্রো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড-এর মারফত বা অফলাইনে এসবিআইয়ের যে কোনো শাখায় চালান মারফত জমা করতে হবে৷ অনলাইনে ফি জমা করতে হবে ২ ফেব্রুয়ারি, ২০২১-এর মধ্যে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ পূর্ব ভারতের পরীক্ষা কেন্দ্রগুলি হল – কলকাতা (৪৪১০), হুগলি (৪৪১৮), শিলিগুড়ি (৪৪১৫), গ্যাংটক (৪০০১), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০১), ঢেঙ্কানল (৪৬১১), বেরহামপুর (৪৬০২), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), পোর্ট ব্লেয়ার (৪৮০২)৷ পূর্বাঞ্চলের ওয়েবসাইট হল www.sscer.org৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :