Notice No. 5494/2021
Medical College & Hospital, Kolkata is inviting applications to recruit Coordinator & Data Entry Operator on contractual basis.
Post: Coordinator & Data Entry Operator
Total Vacancy: 2 (Coordinator-1 & Data Entry Operator-1)
Eligibility:
Coordinator – Post Graduate Diploma/Degree in Health Care Management / Hospital Administration, Proficiency in MS Office, Experience.
Data Entry Operator – Graduate, Diploma/Certificate Course in Computer Application, Working knowledge of computers, Experience.
Age limit: 21 years to 40 years as on 01.01.2021.
Remuneration:
Coordinator- Rs. 45,000
Data Entry Operator- Rs. 13,560
Application Fee: Rs. 100 (Rs. 50 for Reserve category candidates)
Last Date of Receipt of Application: 22nd November, 2021
…………………………….
মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা কো-অর্ডিনেটর, ডেটা এন্ট্রি অপারেটর পদে চুক্তির ভিত্তিতে ২ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ নভেম্বর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কো-অর্ডিনেটর : হেলথ কেয়ার ম্যানেজমেন্ট / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস প্রোগ্রামে দক্ষ হতে হবে৷ সরকারি / বেসরকারি সংস্থায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১৷ বেতন : ৪৫,০০০ টাকা৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর : গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সরকারি সংস্থায় কমপক্ষে ৩ বছর / বেসরকারি সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১৷ বেতন : ১৩,৫৬০ টাকা৷
ডিসটেন্স লার্নিং কোর্স বা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করা যাবে না৷
আবেদনের পদ্ধতি : প্রার্থীকে নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর-সহ দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে৷ দরখাস্তের সঙ্গে যাবতীয় আনুষঙ্গিক নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে Prinicipal Office, Medical College, Kolkata – 700073-এর নির্দিষ্ট ড্রপ বক্সে ফেলতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্তের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের ই-মেল ও এসএমএস-এর মাধ্যমে তারিখ, সময় ও স্থান উল্লেখ করে পরবর্তী নির্বাচন প্রক্রিয়ার জন্য ডাকা হবে, সঙ্গে ৩০ নভেম্বর, ২০২১ Office of the Prinicipal and MSVP, Medical College, Kolkata-এর নোটিস বোর্ডেও যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে৷ এরপর কো-অর্ডিনেটর পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ ডেটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে যাবতীয় আনুষঙ্গিক নথিপত্রের অরিজিনাল নিয়ে যেতে হবে৷ নির্বাচিত প্রার্থীদের ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbhealth.gov.in ওয়েবসাইট৷
Official Website: https://www.wbhealth.gov.in/
Official Notification: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/5494_1.pdf