Memo No.: CMOH/N24PGS/NHM/11087
District Health & Family Welfare Samiti, North 24 Parganas is inviting applications to recruit Coordinator & Data Entry Operator on contractual basis.
Post: Coordinator & Data Entry Operator
Total Vacancy: 20 (Coordinator-10 & Data Entry Operator-10)
Eligibility:
Coordinator – Post Graduate Diploma/Degree in Health Care Management / Hospital Administration, Proficiency in MS Office, Experience.
Data Entry Operator – Graduate, Diploma/Certificate Course in Computer Application, Working knowledge of computers, Experience.
Age limit: 21 years to 40 years as on 01.01.2021.
Remuneration:
Coordinator- Rs. 45,000
Data Entry Operator- Rs. 13,560
Last Date of Online Application: 9th December, 2021
………………………………………………………………….
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, উত্তর ২৪ পরগনা কো-অর্ডিনেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদে ২০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কো-অর্ডিনেটর : হেলথ কেয়ার ম্যানেজমেন্ট / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস প্রোগ্রামে দক্ষ হতে হবে৷ সরকারি / বেসরকারি সংস্থায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১০৷ এককালীন বেতন : ৪৫,০০০ টাকা৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর : গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সরকারি সংস্থায় কমপক্ষে ৩ বছর / বেসরকারি সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১০৷ এককালীন বেতন : ১৩,৫৬০ টাকা৷
ডিসটেন্স লার্নিং কোর্স বা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করা যাবে না৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.north24paraganashealth.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (অনলাইন রেজিস্ট্রেশন নম্বর-সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.north24paraganas.org ও www.wbhealth.gov.in ওয়েবসাইট৷
Official Websites: www.wbhealth.gov.in , www.north24parganashealth.org
Official Notification: Click Here