Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CPRI RECRUITS 65 PERSONNEL IN VARIOUS POSTS / সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে ৬৫ কর্মী

Advt. No. CPRI/11/2022

Central Power Research Institute invites online applications for the following posts.

Post: Engineering Officer Gr.1, Scientific /Engineering Assistant, Technician Gr.1, Assistant Gr. II, MTS Grade 1(Watchman).

Total vacancy: 65. Engineering Officer Gr.1: 20, Scientific /Engineering Assistant: 7, Technician Gr.1: 15, Assistant Gr. II: 16, MTS Grade 1(Watchman): 7.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 21st November, 2022.

…………………………………

সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড ১, সায়েন্টিফিক / ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান গ্রেড ১, অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২, এমটিএস গ্রেড ১(ওয়াচম্যান) পদে ৬৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ নভেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড ১: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২১ বা ২০২২ সালের গেট পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷  বযস: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ শাখা অনুযায়ী শূন্যপদ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং : ১২, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং : ২, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : ৫, সিভিল ইঞ্জিনিয়ারিং : ১৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে গেট পরীক্ষার স্কোরের ভিত্তিতে৷

(২) ক) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: প্রথম শ্রেণির নম্বরসহ বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর হাতে কলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ খ) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৫ বছর হাতে কলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷  শাখা অনুযায়ী শূন্যপদ: কেমিস্ট্রি: ৩, ইলেকট্রিক্যাল: ২, মেকানিক্যাল : ১, সিভিল : ১৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷

(৩) টেকনিশিয়ান গ্রেড ১: ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ মাধ্যমিক পাশের পর ২ বছরের আইটিআই পাশ হলে ভালো হয়৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷

(৪) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২: প্রথম শ্রেণির নম্বরসহ বি.এ / বি.এসসি / বি.কম / বিবিএ / বিবিএম পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷

(৫) এমটিএস গ্রেড ১ (ওয়াচম্যান): প্রাক্তন সমরকর্মী হতে হবে৷ মাধ্যমিক পাশ হলে ভালো হয়৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.cpri.res.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড ১ ও ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ১০০০ টাকা, টেকনিশিয়ান গ্রেড ১ ও অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২ পদের বেলায় ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ এমটিএস গ্রেড ১ (ওয়াচম্যান) পদের কোনো ফি নেই৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://cpri.res.in/

Get details: Click Here

Share it :