Intelligence Bureau invites application for the following post.
Post: Assistant Software Engineer & Assistant Data Analyst.
Total Vacancy: 150 (Assistant Software Engineer- 144 & Assistant Data Analyst- 6)
Eligibility: Valid GATE 2022 score card with Bachelor degree or Master degree in the relevant streams.
Pay scale: Rs. 60,000
Age Limit: 22 to 27 years as on 24th May, 2022
Online Application will be started from: 25th April, 2022.
Last Date of Online Application: 24th May, 2022
…………………………………………………….
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস গেট-২০২২ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ডেটা অ্যানালিস্ট পদে ১৫০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৪ মে, ২০২২-এর হিসেবে ২২ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতন : হবে প্রতি মাসে প্রায় ৬০,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ এপ্রিল, ২০২২ থেকে ২৪ মে, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বর-সহ কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি (৪ বছরের ডিগ্রি কোর্স) বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে বিই / বিটেক বা এমসিএ বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে অথবা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ প্রার্থীর অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (গেট পেপার-CS) বিষয়ে বৈধ গেট-২০২২ স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ১৪৪ (জেনা: ৫৮, ত:জা: ২২, ত:উ:জা: ১১, ওবিসি ৩৯, আর্থিকভাবে অনগ্রসর ১৪)৷
(২) অ্যাসিস্ট্যান্ট ডেটা অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (৪ বছরের ডিগ্রি কোর্স) বা যে কোনো শাখায় বিই / বিটেক / এমই / এমটেক বা ম্যাথামেটিক্স / স্ট্যাটিস্টিক্স / অপারেশনস রিসার্চ বিষয়ে এমএসসি বা ইকোনমিক্স বিষয়ে এমএ বা এমসিএ পাশ হতে হবে অথবা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ প্রার্থীর অবশ্যই স্ট্যাটিস্টিক্স (গেট পেপার-ST) বিষয়ে বৈধ গেট-২০২২ স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনা: ৩, ত:জা: ১, ওবিসি-এনসিএল ২)৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.cris.org.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.cris.org.in
Official Notification: Click Here