Advertisement No. 11/2020
Opportunity for technically qualified persons to join as Technical & Support Staff in CSIR – Central Drug Research Institute, Lucknow in the areas of Life Sciences, Chemical Sciences, Pre-clinical Sciences and Scientific & Technical support divisions of CSIR-CDRI.
Post :Senior Technical Officer, Technical Officer, Technical Assistant & Technician.
Eligibility : Post wise Different.
Age :Post wise Different.
Total Vacancy :55
Salary :Post wise Different.
Online application closing date : 5 February, 2021.
Website :https://recruit.cdri.res, https://cdri.res.in
………………………………………………………………………………………………………….
সিএসআইআর-সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটসিনিয়র টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে ৫৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা:(১) সিনিয়র টেকনিক্যাল অফিসার – ট্রান্সজেনিক অ্যানিম্যাল মডেলস, পোস্ট কোড A01: কমপক্ষে ৫০% নম্বর সহ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২) সিনিয়র টেকনিক্যাল অফিসার / লেডি মেডিক্যাল অফিসার – গায়ানোকলজি, পোস্ট কোড A02: কমপক্ষে ৫০% নম্বর সহ এমবিবিএস ডিগ্রি পাশ হতে হবে৷ অবস্টেট্রিক্স অ্যান্ড গায়ানোকলজিতে এমডি / এমএস / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(৩) টেকনিক্যাল অফিসার – সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সফটওয়্যার প্রোগ্রামার, পোস্ট কোড A03: কমপক্ষে ৫০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৪) টেকনিক্যাল অফিসার – বায়ো্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল, ফর্মুলেশন, পোস্ট কোড A04: কমপক্ষে ৫০% নম্বর সহ ফার্মাসিউটিক্যাল সায়েন্স / ফার্মাসিউটিক্যাল টেকনোলজি / ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস / কোয়ালিটি অ্যাস্যুরেন্স / ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি / বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং / ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিতে বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৫) টেকনিক্যাল অফিসার – বায়োফিজিক্যাল ইনস্ট্রুমেন্টস, পোস্ট কোড A05: কমপক্ষে ৫০% নম্বর সহ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / বায়োমেডিক্যাল ইঞ্জনিয়ারিং / ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / কোয়ালিটি অ্যাস্যুরেন্স / ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস / ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিতে বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৬) টেকনিক্যাল অফিসার – ডিরেক্টর সেক্রেটারিয়েট, পোস্ট কোড A06: কমপক্ষে ৫০% নম্বর সহ লাইফ সায়েন্স অ্যান্ড কেমিক্যাল সায়েন্সে বি.এসসি পাশের পর এইচআর ম্যানেজমেন্ট / পাবলিক রিলেশন / মাস কমিউনিকেশন / ফিনান্স / আর অ্যান্ড ডি /হেলথকেয়ার / ফার্মাসিউটিক্যাল / বায়োটেক ম্যানেজমেন্টে এমবিএ পাশ হতে হবে৷ হিন্দি ও ইংরেজি ভাষায় সাবলীলতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – লাইফ সায়েন্স, পোস্ট কোড A07: লাইফ সায়েন্স / বায়োলজিক্যাল সায়েন্স / জুলজি / বায়ো টেকনোলজি / বায়োকেমিস্ট্রি / বায়োমেডিক্যাল সায়েন্সে প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে৷ লাইফ সায়েন্স টেকনোলজি / মেডিক্যাল ল্যাব টেকনোলজি / প্যাথোলজি / বায়োমেডিক্যাল সায়েন্সে ১ বছরের কোনো পেশাদারি কোর্স করে থাকতে হবে অথবা জেনোমিক্স / হিউম্যান জেনেটিক্স / বায়োটেকনোলজি / বায়োকেমিস্ট্রি / ক্যান্সার বায়োলজি / এন্ডোক্রোনোলজি / মলিক্যুলার অ্যান্ড স্ট্রাকচারাল বায়োলজি / নিউরোসায়েন্স অ্যান্ড এজিং বায়োলজিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – রেগুলেটরি টক্সিকোলজি, পোস্ট কোড A08: লাইফ সায়েন্সে প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে৷ এনএবিএল / এনএবিএইচ / জিএলপি সার্টিফায়েড কোনো ল্যাবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ১ বছরের কোনো পেশাদারি কোর্স করে থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৯) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, ভাইরোলজি, পোস্ট কোড A09: প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে৷ মাইক্রোবায়োলজি / প্যাথোলজি / বায়োমেডিক্যাল সায়েন্সে ১ বছরের পেশাদারি কোর্স পাশ বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ফার্মাসিউটিক্স অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স, পোস্ট কোড A10:প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – মেডিক্যাল অ্যান্ড প্রসেসেস কেমিস্ট্রি, পোস্ট কোড A11:প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে৷ প্রসেস কেমিস্ট্রি / সিন্থেটিক কেইমস্ট্রি / অর্গানিক কেমিস্টির / মেডিলিনাল কেমিস্ট্রিতে ১ বছরের পেশাদারি কোর্স বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – বটানি, পোস্ট কোড A12: প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – এস অ্যান্ড টি ম্যানেজমেন্ট, পোস্ট কোড A13:প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে৷ আইপিআর / এইচআর / ফিনান্স / আর অ্যান্ড ডি / হেলথকেয়ার / প্রোজেক্ট ম্যানেজমেন্টে ১ বছরের পেশাদারি কোর্স বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি ভাষায় সাবলীলতা ও কম্পিউটার জানতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – নলেজ রিসোর্স সেন্টার, পোস্ট কোড A14: প্রথম শ্রেণির বি.এসসি পাশ ও লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ ডোয়েক থেকে ও লেভেল কোর্স করে থাকা চাই৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – এসএআইএফ, পোস্ট কোড A15: প্রথম শ্রেণির বি.এসসি পাশ৷ বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে ১ বছরের পেশাদারি কোর্স করতে হবে বা সফিস্টিকেট অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – সেন্ট্রালাইজড ইউটিলিটি সার্ভিসেস, পোস্ট কোড A16: মেকানিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ল্যাটারাল কোর্সে কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক পাশ হলে ভালো হয়৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৭) টেকনিশিয়ান ১ – মেডিসিনাল অ্যান্ড প্রসেস কেমিস্ট্রির, পোস্ট কোড N01: কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট টেরেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৮) টেকনিশিয়ান ১ – লাইফ সায়েন্স, পোস্ট কোড N02: কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট টেরেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৯) টেকনিশিয়ান ১ – এস অ্যান্ড টি ম্যানেজমেন্ট, পোস্ট কোড N03: কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ ইনফরমেশন টেকনোলজি / ডেটা এন্ট্রি অপারেটর / বিজনেস ম্যানেজমেন্ট / সেক্রেটারিয়েল প্র্যাকটিস / কম্পিউটার অপারেটর ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট টেরেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২০) টেকনিশিয়ান ১ – ল্যাবরেটরি অ্যানিম্যালস, পোস্ট কোড N04: কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট টেরেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২১) টেকনিশিয়ান ১ – সেন্ট্রালাইজড ইউটিলিটি সার্ভিস, পোস্ট কোড N05: কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ বসপিটাল হাউজ কিপিং / হেলথ স্যানিটারি ইন্সপেক্টর / হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট টেরেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২২) টেকনিশিয়ান ১ – ইলেক্ট্রিক সার্ভিস, পোস্ট কোড N06: কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ উচ্চমাধ্যমিক পাস হলে ভালো হয়৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২৩) টেকনিশিয়ান ১ – ডিস্পেনসারি, পোস্ট কোড N07:কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ নার্সিং ট্রেডে আইটিআই / ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ উচ্চমাধ্যমিক পাস হলে ভালো হয়৷ বয়স : ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১৯,৯৯০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://recruit.cdri.res.in বা https://cdri.res.in ওয়েবসাইটে৷ প্রার্থীর অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে পারবেন৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিটির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ডাকযোগে ২২ ফেব্রুয়ারি, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director, CSIR- Central Drug Research Institute, Sector 10, JankipuramExtention, Sitapur Road, Lucknow – 226031, Uttar Pradesh, India৷ খামের উপর দরখাস্ত করা পদের নাম ও পোস্ট কোড লিখে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification: Get Details