Advt. No. 02/2021
Central Glass and Ceramic Research Institute, Kolkata, is inviting applications for recruitment to 14 posts of Scientist.
Post: Scientists
Total Vacancy: 14 (UR: 7, EWS: 2, ST: 1, OBC 3, PwBD: 1)
Eligibility: ME/M.Tech/PhD in relevant engineering discipline.
Age limit: 32 years (as on 15th October, 2021)
Payscale: Rs. 67,700 – Rs. 2,08,700
Application fee: Rs. 100 (SC/ST/Women/PwBD are exempted)
Last date of online application: 15th October, 2021
Last date for receipt of the application: 31st October, 2021
………………………….
সিএসআইআর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা ১৪ জন সায়েন্টিস্ট নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২১৷ মোট শূন্যপদ : ১৪ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, শারীরিকভাবে প্রতিবন্ধী ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷ বয়স : বয়স হতে হবে ১৫ অক্টোবর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) পোস্ট কোড :A-01 : মেকানিক্যাল / বায়োইঞ্জিনিয়ারিং ও সমতুল / মেটালার্জিক্যাল / মেটিরিয়ালস / সেরামিক্স / অ্যাপ্লায়েড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় এমটেক / এমই বা সমতুল পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷
(২) পোস্ট কোড :A-02 : মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি / মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স / গ্লাস অ্যান্ড সেরামিক ইঞ্জিনিয়ারিং / ফ্যাংশনাল মেটিরিয়ালস অ্যান্ড ন্যানোটেকনোলজি / সেরামিক ইঞ্জিনিয়ারিং / সেরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷
(৩) পোস্ট কোড :A-03 : সেরামিক / মেটালার্জিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷
(৪) পোস্ট কোড :A-04 : সেরামিক / মেটালার্জিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(৫) পোস্ট কোড :A-05 : সেরামিক / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷
(৬) পোস্ট কোড :A-06 : সেরামিক টেকনোলজি / কেমিক্যাল / মেটিরিয়ালস সায়েন্স / মেটিরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(৭) পোস্ট কোড :A-07 : মেটালার্জি / মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস সায়েন্স / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / সেরামিক্স টেকনোলজি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক বা সমতুল পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(৮) পোস্ট কোড :A-08 : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি / মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস সায়েন্স / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / সেরামিক্স ইঞ্জিনিয়ারিং / সেরামিক্স টেকনোলজি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক বা সমতুল পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷
(৯) পোস্ট কোড : A-09 : সেরামিক ইঞ্জিনিয়ারিং / সেরামিক টেকনোলজি / গ্লাস অ্যান্ড সেরামিক ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি / মেটিরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১০) পোস্ট কোড : A-10 : সেরামিক ইঞ্জিনিয়ারিং / সেরামিক টেকনোলজি / গ্লাস অ্যান্ড সেরামিক ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷
(১১) পোস্ট কোড : A-11 : ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / মাইক্রোইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই / এমটেক বা সমতুল পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১২) পোস্ট কোড : A-12 : অ্যাপ্লায়েড অপটিক্স, অপটিক্স অ্যান্ড অপটোইলেকট্রনিক্স, ফোটোনিক্স, লেসার টেকনোলজি, লেসার সায়েন্স বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে বা ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্সে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১৩) পোস্ট কোড : A-13 : অ্যাপ্লায়েড অপটিক্স, অপটিক্স অ্যান্ড অপটোইলেকট্রনিক্স, ফোটোনিক্স, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেনটেশন বিষয়ে এমই / এমটেক পাশ হতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে বা ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্সে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১৪) পোস্ট কোড : A-14 : ইনস্ট্রুমেনটেশন, ইলেকট্রনিক্স, সিগন্যাল প্রসেসিং, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিষয়ে এমই / এমটেক পাশ করা থাকতে হবে বা উল্লিখিত কোনো একটি বিষয়ে বা ইলেকট্রিক্যাল / সেন্সর ডাটা ইন্টারপ্রিটেশন সম্পর্কিত এমবেডেড সিস্টেম / আইওটি-তে ডাটা মাইনিং বিষয়ে পিএইচডি সাবমিট করা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (শারীরিকভাবে প্রতিবন্ধী)৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর (তঃউঃজাঃ ১০ বছর ও ওবিসি ৮ বছর) বয়সে ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.cgcri.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা এনইএফটি / আরটিজিএস / ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে “Central Glass & Ceramic Research Institute” A/c No. 30267963259 of State Bank of India, Jadavpur University Branch (IFSC Code No. SBIN0000093) payble at Kolkata অনুকূলে পাঠাতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিকভাবে প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ ইউনিক ট্রানজাকশন রিসিপ্ঢ নম্বর লিখে নির্দেশানুসারে দরখাস্ত পূরণ সম্পন্ন করার পর তা সাবমিট করে প্রিন্ট আউট নিতে হবে৷ প্রিন্ট কপিতে সই করে ও প্রার্থীর ছবি সেঁটে তা সঙ্গে জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মার্কশিট অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), আর্থিক অনগ্রসরতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপ একত্রে একটি খামে ভরে তার ওপর“APPLICATION FOR THE POST OF SCIENTIST (Post Code ____)” লিখে ৩১ অক্টোবর, ২০২১-এর মধ্যে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় —Administrative Office, CSIR-Central Glass & Ceramic Research Institute, 196, Raja S.C Mullick Road, Kolkata – 700032৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্তের উপর ভিত্তিকরে শর্টলিস্ট করার পর পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.cgcri.res.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/CSIR-Central-Glass-Ceramic-Research-Institute.pdf