Advt. No. 01/2022
CSIR-Central Salt & Marine Chemicals Research Institute is inviting applications for the following posts.
Post: Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (Finance & Accounts), Junior Secretariat Assistant (Stores & Purchase), Junior Stenographer.
Total vacancy: 9.
Eligibility: 12th, Proficiency in computer typing, short-hand.
Age limit: Junior Stenographer- 27 years, Others- 28 years (as on 10 June, 2021)
Pay scale: Postwise different
Last date of online application: 10th June, 2022 upto 5pm
Application fee: Rs. 500 (SC/ST/Female/PWD category candidates are exempted)
…………………………………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গবেষণা সংস্থা সিএসআইআর-সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যালস রিসার্চ ইনস্টিটিউট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস) ও জুনিয়র স্টেনোগ্রাফার পদে ৯ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ জুন, ২০২২ বিকাল ৫ টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) (পোস্ট কোড JSA01): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ১০ জুন, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতন: ৩০,৮৩০ টাকা৷
(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) (পোস্ট কোড JSA02): অ্যাকাউন্টেন্সি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ১০ জুন, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতন: ৩০,৮৩০ টাকা৷
(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস) (পোস্ট কোড JSA03): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ১০ জুন, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতন: ৩০,৮৩০ টাকা৷
(৪) জুনিয়র স্টেনোগ্রাফার (পোস্ট কোড JS04): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ইংরিজিতে/হিন্দিতে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ বয়স: ১০ জুন, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতন: ৪০,৩৫৩ টাকা৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.csmcri.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা প্রার্থীর ছবি (৫০ কেবি সাইজের মধ্যে), সই (২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে এবং মাধ্যমিক মার্কশিট/সার্টিফিকেট, উচ্চমাধ্যমিক মার্কশিট/সার্টিফিকেট, ডিপ্লোমা মার্কশিট/সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্ম প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য জরুরী নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পরে ১ কপি প্রিন্ট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কম্পিউটার টাইপ টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদের বেলায় প্রফিসিয়েন্সি টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: www.csmcri.res.in
Official notification: Click Here