Advt. No. NCL/01-2021/ADMIN-ISO
CSIR-National Chemical Laboratory, Pune is inviting applications for recruitment to 27 posts of Junior Secretariat Assistants, Junior Stenographer & Driver.
Post: Junior Secretariat Assistant (General) (Post Code: 01), Junior Secretariat Assistant (Finance & Accounts) (Post Code: 02), Junior Secretariat Assistant (Stores & Purchase) (Post Code: 03), Junior Stenographer (Post Code: 04), Driver (Post code: 05)
Total vacancy: 27. Junior Secretariat Assistant (General): 6 (UR-5, OBC-1), Junior Secretariat Assistant (Finance & Accounts): 6 (UR-5, OBC-1), Junior Secretariat Assistant (Stores & Purchase): 4 (UR-3, OBC-1), Junior Stenographer: 5 (UR-4, OBC-1), Driver: 6 (UR-3, OBC-2, EWS-1)
Eligibility: 12th, Proficiency in computer typing, Knowledge in English & Computer, Driving license
Age limit: Junior Secretariat Assistant: 28 years (as on 30 September, 2021), Junior Stenographer & Driver: 27 years years (as on 30 September, 2021)
Pay scale: Junior Secretariat Assistant: Rs. 19,900 – Rs. 63,200, Junior Stenographer: Rs. 25,500 – Rs. 81,100 Driver: Rs. 19,900 – Rs. 63,200
Last date of online application: 30 September, 2021 upto 5:30 pm
Last date for receipt of the application: 29 October, 2021
Application fee: Rs. 100 (SC/ST/Women/PWD candidates are exempted)
………………………………
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সিএসআইআর-ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), জুনিয়র স্টেনোগ্রাফার ও ড্রাইভার পদে ২৭ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১, বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) (পোস্ট কোড :01) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ ও ইংরিজি ভাষায় দক্ষ এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ভলো হয়৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতন : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস) (পোস্ট কোড :02) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ ও ইংরিজি ভাষায় দক্ষ এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ভলো হয়৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতন : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) (পোস্ট কোড :03) : অ্যাকাউন্টেন্সি বিষয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ ও ইংরিজি ভাষায় দক্ষ এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ভলো হয়৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতন : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৪) জুনিয়র স্টেনোগ্রাফার (পোস্ট কোড :04) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ ও ইংরিজি ভাষায় দক্ষ এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ভলো হয়৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ বেতন : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৫) ড্রাইভার (পোস্ট কোড :05) : মাধ্যমিক পাশ হতে হবে৷ হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ মোটর বিষয়ক জ্ঞান ও কমপক্ষে ৩ বছর মোটর গাড়ী চালানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ইংরিজি, হিন্দি ও মারাঠি ভাষায় দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩ ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ বেতন : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://recruit.ncl.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ প্রার্থীকে অনলাইনে ‘Director, National Chemical Laboratory’-এর অনুকুলে দরখাস্ত ফি ১০০ টাকা পাঠাতে হবে৷Bank Name : State Bank of India, Account No. 30267257846, IFSC Code No. SBIN0003553, Branch Code : 3552, Branch Name – NCL Campus Branch Pune৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত ফি-এর রসিদের প্রিন্ট নিয়ে তার পিছনে প্রার্থীর নাম, অ্যাপ্লিকেশন আইডি, ক্যাটেগরি, পদ অনুযায়ী পোস্ট কোড লিখতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে দরখাস্তের এক কপি প্রিন্ট করতে হবে এবং তাতে প্রার্থীকে সই করতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা একটি রঙিন পাসপোর্ট ছবি (স্বপ্রত্যয়িত) দরখাস্তের কপিতে সেঁটে দিতে হবে৷ দরখাস্তের কপি (ছবি ও সইসহ) দরখাস্তের রসিদ এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পেশাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরতে হবে৷ খামের উপর “APPLICATION FOR THE POST OF __________ (Post Coade _________ ) Advt. No. NCL/01-2021/ADMIN-ISO” লিখে ২৯ অক্টোবর, ২০২১-এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় —Controller of Administration, CSIR-National Chemical Laboratory, Dr. Homi Bhabha Road, Pune-411008 (Maharastra)৷
প্রার্থী বাছাই পদ্ধতি : জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদের প্রার্থীদের বাছাই করা হবে টাইপিং টেস্ট ও ওএমআর / কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা হবে ইংরিজি ও হিন্দি ভাষায়৷ ২ ঘন্টা ৩০ মিনিট সময়সীমায় ২০০টি প্রশ্নের উত্তর দিতে হবে৷ প্রথমপত্রে ৯০ মিনিটে মেন্টাল এবিলিটি টেস্ট (১০০টি প্রশ্ন, ২০০ নম্বর) হবে৷ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না৷ দ্বিতীয় পত্রে ১ ঘন্টায় জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ১৫০ নম্বর) ও ইংরিজি ভাষা (৫০টি প্রশ্ন, ১৫০ নম্বর) বিষয়ে পরীক্ষা হবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে৷ ড্রাইভার পদের প্রার্থীদের বাছাই করা হবে স্কিল টেস্ট ও ওএমআর / কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা হবে ইংরিজি, হিন্দি ও মারাঠি ভাষায়৷ ৭০ মিনিট সময়সীমায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে৷ পরীক্ষার বিষয়- জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ন, ৭৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (২৫টি প্রশ্ন, ৭৫ নম্বর), ইংরজি ভাষা (২৫টি প্রশ্ন, ৭৫ নম্বর)৷ প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং ১ নম্বর থাকবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: http://recruit.ncl.res.in
Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Detailed_Advertisement_01_2021_JSA_Driver.pdf