National Testing Agency will be conducting the joint CSIR-UGC Net June 2021.
Eligibility: M.Sc or equivalent degreen/ Integrated BS-MS / B.E / B.Tech./ B.Pharma / MBBS with minimum 55% marks.
Age: for JRF maximum 28 years as on 01/07/2020. For Lectureship / Assitant Proffesor there is no upper age limit.
Examination Date: 29 January, 5 & 6 February, 2022.
Last Date of online application: 2 January, 2022 till 11:50 pm.
…………………………………………………………………………..
পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে ও ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ -এর যোগ্যতা অর্জনের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষা হবে ২৯ জানুয়ারি, ৫ ও ৬ ফেব্রুয়ারি, ২০২২৷ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষা দেবার জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে ২ জানুয়ারি, ২০২২ রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে৷ পরীক্ষা পরিচালনা করবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যৌথভাবে৷ একজন প্রার্থী ‘জেআরএফ-লেকচারশিপ’ বা ‘জে আরএফ’ বা ‘লেকচারশিপ’ পদের জন্য আবেদন করতে পারবেন৷ বয়স: ‘জেআরএফ’ পদের জন্য ১ জুলাই, ২০২০-এর হিসেবে ২৮ বছরের মধ্যে (তপশিলি জাতি/তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ ‘লেকচারশিপ (এলএস)’ পদের ক্ষেত্রে বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷
শিক্ষাগত যোগ্যতা: ৫৫% নম্বর সহ এম.এসসি / ইন্টিগ্রেটেড বি.এস.এম.এস / বিএস-৪ বছরের /বি.ই / বি.টেক / বি. ফার্মা / এমবিবিএস পাশ হতে হবে (তঃজাঃ /তঃউঃজাঃ / তৃতীয় লিঙ্গ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০% নম্বর)৷ ৫৫% নম্বর সহ বি.এসসি (সাম্মানিক) পাশ বা সমতুল পাশ প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন (তঃজাঃ /তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০% নম্বর) তবে তাদের ২ বছরের মধ্যে পিএইচডি সম্পূর্ণ করতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ প্রার্থীরা শুধুমাত্র জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বিবেচিত হবেন, তারা লেকচারারশিপের জন্য বিবেচিত হবেন না৷ বি.এসসি (অনার্স) ফাইনাল ইয়ারের পড়ুয়া বা ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনও বেরোয়নি এরকম প্রার্থীরা আবেদনের যোগ্য নন৷ নিম্নলিখিত বিষয়গুলির জন্য ২০০ নম্বরের নেট পরীক্ষা দিতে হবে- (ক) কেমিক্যাল সায়েন্সেস (কোড ৭০১), (খ) আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওসন অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্সেস (কোড ৭০২), (গ) লাইফ সায়েন্স (কোড ৭০৩), (ঘ) ম্যাথমেটিক্যাল সায়েন্সেস (কোড ৭০৪), (ঙ) ফিজিক্যাল সায়েন্সেস (কোড ৭০৫)৷ দুটি সেশনে পরীক্ষা হবে- মর্নিং সেশন (সকাল ৯টা থেকে বেলা ১২টা), আফটারনুন সেশন (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা)৷
স্টাইপেন্ড: জুনিয়র রিসার্চ ফেলোশিপের বেলায় প্রথম ২ বছর স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে ৩১,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.csirnet.nta.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী প্রার্থীকে নিজের নাম, বাবা-মায়ের নাম দরখাস্তে লিখতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (১০ থেকে ২০০ কেবি) ও সই (৪ থেকে ৩০ কেবি) জেপিজি ফরম্যাটে ১৫০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ বিবাহিতা মহিলা প্রার্থীদের ম্যারেজ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা ও তপশিলি জাতি /তপশিলি উপজাতি / তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ২৫০ টাকা) অনলাইনে নেট ব্যাঙ্কিং / ডেবিট / ক্রেডিট কার্ডের মারফত জমা করা যাবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করার পর ‘প্রিভিউ’ করে সকল তথ্য ভালো করে দেখে সাবমিট করতে হবে৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি দরখাস্ত পূরণ করবেন৷ একাধিক দরখাস্ত পূরণ করা হলে সবকটি দরখাস্ত বাতিল বলে গণ্য হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র- আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, খড়গপুর, কলকাতা ও শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://csirnet.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P
Get details: Click Here