Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Defence Research & Development Organization Recruitment for Apprentice/প্রতিরক্ষা মন্ত্রকে ১৫০ অ্যাপ্রেন্টিস

Advt No. GTRE/HRD/026 &027

Under the provisions of The Apprentices Act, 1961, Director, Gas Turbine Research Establishment (GTRE), Bengaluru invites online applications from eligible candidates for Graduate/Diploma/ITI apprenticeship training.

Post:Graduate Apprentice Trainees, Diploma Apprentice Trainees,  ITI Apprentice Trainees.

Eligibility: (1)Graduate Apprentice Trainees :A degree in engineering or technology granted by a statutory University/ by an institution empowered to award such degrees by an Act of Parliament.

(2) Diploma Apprentice Trainees :A diploma in engineering or technology granted by a State Council or Board of Technical Educational established by a State Government /by a University/by an Institute recognised bythe State Government or Central Government as equivalent to a diploma/ Sandwich course student who is undergoing training in order that he/she may hold a diploma in Engg./Technology.

(3) ITI Apprentice Trainees: (a) A certificate in vocational Course involving two years of study after the completion of the secondary stage of school education recognised by the All India Council for Technical education. b) A sandwich course student who is undergoing training in order that he may hold a certificate mentioned in (a) above.

Age(As on 05.01.2021):(1)Graduate Apprentice Trainees : Minimum Age – 18 years Maximum Age – · Unreserved category – 27 yrs· OBC – 30 yrs· SC/ST – 32 yrs· PWD – 37 yrs (Persons With Disability).

(2) Diploma Apprentice Trainees :Minimum Age – 18 years Maximum Age – · Unreserved category – 27 yrs· OBC – 30 yrs· SC/ST – 32 yrs· PWD – 37 yrs(Persons With Disability).

(3) ITI Apprentice Trainees :Minimum Age – 18 years Maximum Age – · Unreserved category – 27 yrs· OBC – 30 yrs· SC/ST – 32 yrs· PWD – 37 yrs(Persons With Disability).

Total Vacancy:150.

Salary:(1)Graduate Apprentice Trainees :Rs.9000/-per month

(2) Diploma Apprentice Trainees : Rs.8000/-per month

(3) ITI Apprentice Trainees : Rs.7000/-per month

Online application closing date :29thJanuary 2021.

Website:www.drdo.gov.in or https://rac.gov.in/

………………………………………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগী সংস্থা গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে ১৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ ২০১৮ বা তারপরে পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) আইটিআই অ্যাপ্রেন্টিস: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ স্যান্ডুইচ কোর্সে পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪০৷ ট্রেড অনুযায়ী শূন্যপদের বিন্যাস— মেশিনিস্ট ৫, ফিটার ৮, টার্নার ৫, ইলেক্ট্রিশিয়ান ৪, ওয়েল্ডিং ২, শিট মেটাল ওয়ার্কার ২, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ১২, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ২৷ স্টাইপেন্ড: ৭,০০০ টাকা৷

(২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি: সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ স্যান্ডুইচ কোর্সে পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩০৷ শাখা অনুযায়ী শূন্যপদের বিন্যাস— মেকানিক্যাল / প্রোডাকশন / টুল অ্যান্ড ডাই ডিজাইন১৫, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ১০, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার নেটওয়ার্কিং ৫৷ স্টাইপেন্ড: ৮,০০০ টাকা৷

(৩) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি: সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ৫ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮০৷ শাখা অনুযায়ী শূন্যপদের বিন্যাস— মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৩০, অ্যারোনটিক্যাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ১৫, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ১২, মেটালার্জি / মেটিরিয়াল সায়েন্স ৪, সিভিল ইঞ্জিনিয়ারিং ১৷ স্টাইপেন্ড: ৯,০০০ টাকা৷

সব পদের বেলায় তপশিলি সমপ্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : আবেদনের পূর্বে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের www.mhrdnats.gov.in ওয়েবসাইটে এবং আইটিআই প্রার্থীদের www.apprenticeshipindia.org ওযেবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ নাম নথিভুক্ত করার পর দরখাস্ত করতে হবে অনলাইনে www.rac.gov.in বা www.drdo.gov.in ওয়েবসাইটে প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ প্রথম মেধাতালিকা প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি, ২০২১৷ দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে ২১ ফেব্রুয়ারি, ২০২১৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :