Advertisement No.: AMD-3/2022
Department of Atomic Energy invites online applications for the following posts.
Post: Security Guard, Assistant Security Officer-A, Junior Translation Officer.
Total vacancy: 321
Eligibility: Security Guard- Matriculation, Assistant Security Officer-A – Graduate, Junior Translation Officer- Graduate/PG.
Age-limit: Junior Translation Officer- 18-28 years, Others- 18-27 years as on 17/11/2022।
Pay Scale: Security Guard- Rs. 18,000; Others- Rs. 35,400.
Application Fee: Security Guard- Rs. 100, Others- Rs. 200 (SC/ST/Women/PWBD candidates are exempted).
Last Date of Online Application: 17/11/2022
………………………..
কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি দফতরের অধীনস্থ ডিরেক্টরেট অফ অ্যাটমিক মিনারেলস এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ সিকিউরিটি গার্ড, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ও জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে ৩২১ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিকিউরিটি গার্ড: মাধ্যমিক পাশ হতে হবে৷ বয়স: ১৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৭৪ (জেনাঃ ১৬২, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ২৮, ওবিসি ৪৬, আর্থিকভাবে অনগ্রসর ১৮)৷ এর মধ্যে ২৯টি পদ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতন: ১৮,০০০ টাকা৷
(২) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার-এ: গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৮ (জেনাঃ ১৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷
(৩) জুনিয়র ট্রান্সলেশন অফিসার: হিন্দি/ইংরাজি প্রধান বিষয়সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা যে কোনো একটি মাধ্যমে ডিগ্রি স্তরে অন্য একটি প্রধান বিষয়সহ হিন্দি/ইংরাজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে হিন্দি থেকে ইংরাজি / ইংরাজি থেকে হিন্দিতে অনুবাদে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে বা সরকারি/রাষ্ট্রায়ত্ত সংস্থায় ২ বছর উল্লিখিত অনুবাদের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা ডিগ্রি স্তরে হিন্দি/ইংরাজি প্রধান বিষয়সহ হিন্দি/ইংরাজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ডিগ্রি স্তরে হিন্দি ও ইংরাজি প্রধান বিষয়সহ যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা ডিগ্রি স্তরে হিন্দি/ইংরাজি প্রধান বিষয়সহ হিন্দি/ইংরাজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷
শারীরিক মাপজোক: সিকিউরিটি গার্ড, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭ সেমি ও ছাতির মাপ হতে হবে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি এবং মহিলাদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি৷ গাড়োয়াল, কুমায়ুন, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, উত্তর-পূর্ব ভারত, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় পুরুষদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি ও মহিলাদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি৷ তপশিলি উপজাতির প্রার্থীদের পুরুষদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫ সেমি ও মহিলাদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৪ সেমি৷ তপশিলি উপজাতির প্রার্থীদের পুরুষদের ছাতির মাপ হতে হবে ৭৭ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি৷ উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.amd.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ সিকিউরিটি গার্ড পদের বেলায় দরখাস্ত ফি ১০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে ১৭ নভেম্বর, ২০২২ তারিখে রাত ১১ টা ৫৫ মিনিটের মধ্যে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদের বেলায় প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার (অবজেক্টিভ টেস্ট ও ডেসক্রিপটিভ টেস্ট) মাধ্যমে৷ সিকিউরিটি গার্ড, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের বেলায় প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে- (ক) পুরুষদের ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৩টি সুযোগে ৩.৬৫ মিটার লং জাম্প এবং অনূর্ধ ৩০ বছর বয়সের বেলায় ৮-৯ বার চিন আপ ও ২৫-২৯ বার সিট আপ, ৩০ থেকে ৪০ বছর বয়সের বেলায় ৫-৬ বার চিন আপ ও ২০-২৪ বার সিট আপ, ৪০ থেকে ৪৫ বছর বয়সের বেলায় ১৬-১৭ বার পুশ আপ ও ১৫-১৯ বার সিট আপ, ৪৫ বছরের ঊর্র্ধে ১২-১৩ বার পুশ আপ ও ১০-১৪ বার সিট আপ (খ) মেয়েদের ২০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৩টি সুযোগে ২.৭ মিটার লং জাম্প এবং অনূর্ধ ৩০ বছর বয়সের বেলায় ২০ বার সিট আপ, ৩০ থেকে ৪০ বছর বয়সের বেলায় ১৫ বার সিট আপ, ৪০ থেকে ৪৫ বছর বয়সের বেলায় ১২ বার সিট আপ, ৪৫ বছরের উধর্ে ১০ বার সিট আপ৷ লিখিত পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র- কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.amd.gov.in
Official Notification: Click Here