Advertisement No.: 1/DPS/2022
Department of Atomic Energy invites online applications for the following posts.
Post: Junior Purchase Assistant / Junior Storekeeper
Total vacancy: 70
Eligibility: Graduate in Science/Commerce or Diploma in Engineering.
Age-limit: 18-27 years as on 10/11/2022.
Pay Scale: Rs. 25,500 – Rs. 81,100
Application Fee: Rs. 200 (SC/Women/PWBD candidates are exempted)
Last Date of Online Application: 10/11/202
……………………………
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র স্টোরকিপার পদে ৭০ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷
যোগ্যতা: ৬০ শতাংশ নম্বরসহ সায়েন্স বিভাগে গ্র্যাজুয়েট হতে হবে বা কমার্স বিভাগে গ্র্যাজুয়েট হতে হবে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিকস / কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি জাতি ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি প্রার্থীরা ১৩ বছর, তপশিলি জাতি ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৭০ (জেনাঃ ১৩, তঃজাঃ ২৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২২)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://dpsdae.formflix.in. ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অবজেক্টিভ টাইপ টেস্ট, ডেসক্রিপটিভ টাইপ টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র-কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://dpsdae.formflix.in.
Official Notification: Click Here