Memo. No. 2112/DH&FWS/I/A-6
DHFWS, Purba Bardhaman invites applications for the following contractual posts.
Post: Staff Nurse
Total Vacancy: 17
Eligibility: GNM/B.Sc. Nursing Course
Age-limit: 40 years as on 01-01-2022
Salary: Rs. 25,000
Last Date of Online Application: 22nd August, 2022
………………………………
পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স পদে ১৭ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে মার্চ, ২০২৩ পর্যন্ত চুক্তি করা হলেও, পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম ট্রেনিং কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)“DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (NON-NHM) Bank A/C No- 0187132000008, IFSC- CNRB0000187”-এর অনুকূলে এনইএফটি-র মাধ্যমে জমা করতে হবে৷ দরখাস্ত ফি-র রসিদ সংগ্রহ করে রাখতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: click here