Empl Notice No.: 01/SwasthyaSathi/2021-22
The Kolkata Municipal Corporation is inviting applications to recruit District Coordinators under Swasthya Sathi Programme in the Kolkata District on contractual basis.
Post: District Coordinator- Hospital, District Coordinator- IT
Total Vacancy: 2 (District Coordinator-Hospital: 1, District Coordinator- IT: 1)
Eligibility: PG with Diploma in Hospital Management / PGDHM
Age limit: 18 – 40 years as on 01/04/2021
Remuneration: Rs. 28,662
Last Date of Receipt of Application: 22/11/2021
……………………………………………..
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা জেলায় স্বাস্থ্য সাথী প্রোগ্রামের জন্য ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর -হসপিটাল ও ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর-আইটি পদে ২ জন নিয়োগ করবে ১ বছরের চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ বেতন : প্রতি মাসে ২৮,৬৬২ টাকা৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর-হসপিটাল : হসপিটাল ম্যানেজমেন্টে ডিপ্লোমা-সহ যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট বা হসপিটাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷
(২) ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর-আইটি : যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ বিজনেস ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিপ্লোমা / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://www.kmcgov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে Department of Social Welfare & Urban Poverty Alleviation, 1, Hogg Street, Top Floor, Kolkata – 700087-এর নির্দিষ্ট ড্রপ বক্সে ফেলতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা (৭০ নম্বর), কম্পিউটার টেস্ট (২৫ নম্বর) ও ইন্টারভিউ (৫ নম্বর)-এর জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.kmcgov.in
Official Notification: https://www.kmcgov.in/KMCPortal/downloads/District_Co_ordinator_08_11_2021.pdf