Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

District Health and Family Welfare Samiti, Hooghly- Cook cum Care taker & NRC Attendant / হুগলী জেলা স্বাস্থ্য বিভাগে অ্যাটেন্ডেন্ট ও কুক

Memo No. 220

Applications are invited for engagement of Cook cum Care Taker & NRC Attendant post under Dist. Health & Family Welfare Samiti, Hooghly on purely temporary and contract basis.

Post: Cook cum Care taker & NRC Attendant.

Eligibility: (1) Cook cum Care taker : HS Passed & Good command in local Language. Must know all types of cooking. Residence within Five Kilometers  from NRC is mandatory.

(2) NRC Attendant: HS Passed & Good command in local. Language. Residence within Five Kilometers from NRC is mandatory.

Age (As on 01.01.2021): (1) Cook cum Care taker : 20-40 Years.

(2) NRC Attendant : 20-40 Years.

Total Vacancy: 3.

Salary: (1) Cook cum Care taker : 8000/-

(2) NRC Attendant : 5000/-

Online application closing date: 27 January 2021.

Website: https://www.wbhealth.gov.in/

……………………………………………………………………………………………………….

হুগলির জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি কামারপুকুর নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে ‘অ্যাটেন্ড্যান্ট’, ‘কুক কাম কেয়ারটেকার’ পদে ৩ জন মহিলা নিয়োগ করবে৷

বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ প্রার্থীদের অবশ্যই কামারপুকুর এনআর সি থেকে ৫ কিলোমিটারের মধ্যে বসবাস করতে হবে ও স্থানীয় ভাষা জানতে হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) এনআরসি অ্যাটেন্ড্যান্ট :  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ :  ২ (জেনা: ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ৫,০০০ টাকা৷ (২) কুক কাম কেয়াবটেকার : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সব ধরনের রান্না জানতে হবে৷ শূন্যপদ :১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত  করতে হবে https://www.wbhealth.gov.in/ বা www.hooghly.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফী ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘District Health & Family Welfare Samiti’, A/c. Non-NHM, Hooghly’ Payable at Kolkata-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যায়িত প্রতিলিপি ও ডিমান্ড ড্রাফট একটি মুখবন্ধ খামে ভরে পোস্ট/ক্যুরিয়ার-এর মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে Office of the CMOH, Burrabazar, DRS Building Campus, Chinsurah, Hooghly, Pin – 71210৷ ডিমান্ড ড্রাফটের পিছনে ও খামের ওপর আবেদনকারীর নাম ও পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :