Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

District Health & Family Welfare Samiti, Jhargram – 34 / ঝাড়গ্রাম স্বাস্থ্য বিভাগে ২৩ স্বাস্থ্যকর্মী

Memo No: DH&FWS/IGM/2020/1983

District Health & Family Welfare Samiti, Jhargram will engage personnel for different positions under National Health Mission, Department of Health and Family Welfare, Government of West Bengal purely on contractual basis.

Post : GDMO, Medical Officer (AH), Medical Officer, Psychiatric Nurse /Community Nurse, Accounts Assistant (DPMU), PEER SUPPORT (Under NVHCP Programme), Staff Nurse (NUHM), Staff Nurse RCH (CH), Laboratory Technician (Blood Bank), Technical Supervisor (Blood Bank), Nutritionist (for NRC), District Programme Associate (RBSK), Lab Technician (NUHM), Lab Technician (NTEP).

Eligibility : (i) GDMO: MBBS degree from a MCI recognized institute with one year compulsory lnternship. (Registered under West Bengal Medical Council).  Weightage will be given for higher qualification.

(ii) MedicalOfficer (AH): MBBS degree tiom WBMC/IMC (Registered under West Bengal Medical CounciUlVtC).  Desirable: Preference will be given lbr Post Graduate Diploma/Degree in G&O or Paediatrics and similar experience.

(iii) Medical Officer: MBBS from a MCI recognized lnstitute with 01 year compulsory lnternship. Must be registered under West Bengal Medical Council.  Weightage will be given for higher Qualification.

(iv) Psychiatric Nurse /Community Nurse: (a) Psychiatric Nurse:  B.Sc. in Psychiatric Nursing / M.Sc. in Psychiatric Nursing / DPN. (b) Community Nurse: GNM from any institution recognized by Nursing Council of lndia or West Bengal Nursing Council with 01 month training in Psychiatric nursing from any recognized institution.

(v) Accounts Assistant (DPMU): Graduate with Commerce Background from any recognized university. Diploma / Certificate course in Computer Application from any recognized institute. Knowledge of Computers in MS-Word, MS-Excel, MS-Power Point, lnternet and Tally Software is essential. Minimum 01 year experience in Government Sector or 02 years experience in Private Sector in accounting job.

(vi) PEER SUPPORT (Under NVHCP Programme) : The Peer Support should be a person preferably with or recovered from the disease (Hepatitis B or Hepatitis C), with a minimum of H.S. (12th) pass from recognized Govt. board. He/She must also have sound knowledge of the local language and working knowledge of English.

(vii) Staff Nurse (NUHM):Completed GNM training course from an institute recognized by the lndian Nursing Council Or The candidate should have completed B.Sc. Nursing Course. Must be registered under West Bengal Nursing Council. Candidate should have proficiency of local language.

(viii) Staff Nurse RCH (CH) : GNM from lnstitute recognized by the lndian Nursing Council. Candidate should have proficiency of local language. Must be registered under West Bengal Nursing  Council.

(ix) Laboratory Technician (Blood Bank): Passed 10 + 2 with Physics, Chemistry, Mathematics /Biological Science before obtaining Diploma or Degree. Diploma in Medical Laboratory Technology (DMLT) / Diploma in Laboratory Techniques (DLT) from any Government recognized University / lnstitution  Or Degree in Medical Laboratory Technology (BMLT) from any Government recognized University / lnstitution Or Post Graduate Degree or Diploma in Medical Laboratory Technology (M.Sc. in MLT / PGDMLT) from any Government recognized University / institution. Working knowledge of Computer. Desirable: (1) Six months post qualification experience in the testing of blood and or preparation of blood components (in a Licensed Blood Bank) in case of candidates having Degree /Post Graduate Degree or Post Graduate Diploma in Medical Laboratory Technology (M.Sc. in MLT/ PGDIVILT/ BMLT). (2) One year post qualification experience in the testing of blood and or preparation of blood components (in a Licensed Blood Bank) in case of candidates having Diploma in Medical Laboratory Technology or Diploma in Laboratory Techniques (DMLT / DLT).

(x) Technical Supervisor (Blood Bank): Passed 10 + 2 with Physics, Chemistry, Mathematics /Biological Science before obtaining Diploma or Degree. Diploma in Medical Laboratory Technology (DMLT) / Diploma in Laboratory Techniques (DLT) from any Government recognized University / lnstitution Or Degree in Medical Laboratory Technology (BMLT) from any Government recognized University / lnstitution or Post Graduate Degree or Diploma in Medical Laboratory Technology (M.Sc. in MLT / PGDMLT) from any Government recognized University / lnstitution. Working knowledge of Computer. Desirable: (1) One year post qualification experience in Blood Component Separation Unit for candidates having M. Sc in MLT/ PGDMLT/ BMLT/ DMLT/ DLT. (2) Six months post qualification experience in the testing of blood and or preparation of blood  components (in a Licensed Blood Bank) in case of candidates having M.Sc. in MLT / PGDMLT/ BMLT. (3) One year post qualification experience in the testing of blood and or preparation of blood components (in a Licensed Blood Bank) in case of candidates having DMLT/DLT.

(xi) Nutritionist (for NRC) : B. Sc or M. Sc in Food and Nutrition or Equivalent course. Computer knowledge (at least 06 months). The candidate should be able to read, write and speak in Bengali.

(xii) District Programme Associate (RBSK): Graduate in any discipline from recognized university. One year diploma in Computer Application. Desirable: Experience in Data Entry or similar work in any Government or Private Sector. Minimum typing speed 30 words per minutes.

(xiii) Lab Technician (NUHM) : Higher Secondary passed (1-0+2) from a recognized Board/lnstitute with Physics, Chemistry and Biology/Mathematics and Diploma in Medical Laboratory Technology recognized by the West Bengal State Medical Faculty/AlCTE. Knowledge in computer, MS Office & lnternet is required.

(xiv) Lab Technician (NTEP) : lntermediate (L0+2) and Diploma or Certificate Course in Medical Laboratory Technology or equivalent. 50% marks in all requisite qualification is mandatory (from Madhyamik onwards).Preferential Qualification: (1) One year experience in NTEP or Sputum smear microscopy. (2) Candidates with Higher qualification (for example Graduates) shall be preferred. (3) Computer Certificate Course (minimum 02 months).

Age (As on 1/1/2020)  : (i) GDMO: Upper age limit 62 years.

(ii) MedicalOfficer (AH): Upper age limit 62 years.

 (iii) Medical Officer: Upper age limit 62 years.

(iv) Psychiatric Nurse /Community Nurse: Upper age limit 40 years.

(v) Accounts Assistant (DPMU): Upper age limit 40 years.

(vi) PEER SUPPORT (Under NVHCP Programme) : Upper age limit 40 years.

(vii) Staff Nurse (NUHM): Upper age limit 40 years.

(viii) Staff Nurse RCH (CH) : Upper age limit 40 years.

(ix) Laboratory Technician (Blood Bank): Upper age limit 40 years.

(x) Technical Supervisor (Blood Bank): Upper age limit 40 years.

(xi) Nutritionist (for NRC) : Upper age limit 40 years & not less than 21 years.

(xii) District Programme Associate (RBSK): Upper age limit 40 years.

(xiii) Lab Technician (NUHM) : Upper age limit 40 years.

(xiv) Lab Technician (NTEP) : Upper age limit 40 years (not less than 22 years).

Total Vacancy: 34. (i) GDMO: 9. (ii) Medical Officer (AH): 1. (iii) Medical Officer: 1. (iv) Psychiatric Nurse /Community Nurse: 1. (v) Accounts Assistant (DPMU): 1. (vi) PEER SUPPORT (Under NVHCP Programme) : 1. (vii) Staff Nurse (NUHM): 2. (viii) Staff Nurse RCH (CH) : 9. (ix) Laboratory Technician (Blood Bank): 3.  (x) Technical Supervisor (Blood Bank): 2. (xi) Nutritionist (for NRC) : 1. (xii) District Programme Associate (RBSK): 1. (xiii) Lab Technician (NUHM) : 1. (xiv) Lab Technician (NTEP) : 1.

Salary : (i) GDMO: 40,000/- per month. (ii) Medical Officer (AH): 40,000/- per month.

 (iii) Medical Officer: 40,000/- per month. (iv) Psychiatric Nurse /Community Nurse: 25,000/-per month for Psychiatric Nurse ,15,OOO/- per month for Community Nurse. (v) Accounts Assistant (DPMU): 13,560/- per month.  (vi) PEER SUPPORT (Under NVHCP Programme) : 10,000/- per month .(vii) Staff Nurse (NUHM): 17,220/- per month. (viii) Staff Nurse RCH (CH) : 17,22A/- per month. (ix) Laboratory Technician (Blood Bank): 17,220/- per Month.

(x) Technical Supervisor (Blood Bank): 17,220/- per Month. (xi) Nutritionist (for NRC) : 20,000/- per Month. (xii) District Programme Associate (RBSK): 13,560/- per month. (xiii) Lab Technician (NUHM) : 17,220/- per Month. (xiv) Lab Technician (NTEP) : 17,220/- per Month.

Online application closing date : 24 December 2020.

Website : www.wbhealth.gov.in

……………………………………………………………………………………………………………….

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স, অ্যাকাউন্টন্স অ্যাসিস্ট্যান্ট, পিয়ার সার্পোট, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজর, নিউট্রিশনিস্ট, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট, ল্যাব টেকনিশিয়ান পদে ২৩ জন ছেলেমেয়ে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ ডিসেম্বর, ২০২০-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টাফ নার্স আরসিএইচ (সিএইচ) : জিএনএম পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা ভালো জানতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(২) সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স : সাইকিয়াট্রিক নার্সদের বেলায় সাইকিয়াট্রিক নার্সিংয়ে বি.এসসি / এম.এসসি বা ডিপিএন পাশ হতে হবে৷ অথবা কমিউনিটি নার্সদের বেলায় জিএনএম পাশের পর সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং প্রাপ্ত হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : সাইকিয়াট্রিক নার্স পদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা অথবা কমিউনিটি নার্স পদের বেলায় প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (২৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(৩) অ্যাকাউন্টন্স অ্যাসিস্ট্যান্ট (ডিপিএমইউ) : গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে৷ সরকারি ক্ষেত্রে ১ বছর বা বেসরকারি থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৩,৫৬০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা (৪৫ নম্বর), কম্পিউটার টেস্ট (৩০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(৪) পিয়ার সার্পোট : হেপাটাইটিস বি/সি রোগ থেকে সুস্থ হয়ে ওঠা যে সব ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ করেছেন তারা আবেদনের যোগ্য৷ ইংরেজি ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(৫) স্টাফ নার্স (এনইউএইচএম) : জিএনএম বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ স্থানীয় ভাষা ভালো জানতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(৬) ল্যাবরেটরি টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক) : ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ লাইসেন্সপ্রাপ্ত কোনও বৈধ ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা (৭০ নম্বর), শিক্ষাগত যোগ্যতা (১০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(৭) টেকনিক্যাল সুপারভাইজর (ব্লাড ব্যাঙ্ক) : ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ লাইসেন্সপ্রাপ্ত কোনও বৈধ ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা (৭০ নম্বর), শিক্ষাগত যোগ্যতা (১০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(৮) নিউট্রিশনিস্ট (এনআরসি) : ফুড অ্যান্ড নিউট্রিশনে বি.এসসি / এম.এসসি পাশ হতে হবে৷ কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে৷ বাংলা ভাষায় লিখিতে, পড়তে ও বলতে জানা চাই৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা (৭০ নম্বর), কম্পিউটার টেস্ট (২০ নম্বর) ও ইন্টারভিউয়ের মাধ্যমে (১০ নম্বর) প্রার্থী বাছাই হবে৷

(৯) ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট (আরবিএসকে) : গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা থাকতে হবে৷  বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৩,৫৬০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা (৫০ নম্বর), কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট (২০ নম্বর), কম্পিউটারে ইংরেজি টাইপিং টেস্ট (২০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

(১০) ল্যাব টেকনিশিয়ান (এনইউএইচএম) : ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও কম্পিউটার টেস্টের (১৫ নম্বর) মাধ্যমে৷

(১১) ল্যাব টেকনিশিয়ান (এনটিইপি) : উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা  / সার্টিফিকেট পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে শুরু করে সব পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৭,২২০ টাকা৷ প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

উল্লিখিত সব পদের জন্যই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘District Health & Family Welfare Samiti, Jhargram, (Payable at Jhargram)’- এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিটির সঙ্গে ডিমান্ড ড্রাফট একটি মুখবদ্ধ করা খামে ভরে ২৮ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫টার মধ্যে রেজিস্টার্ড / স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —Office of the Chief Medical Officer of Health, Jhargram, P.O.-Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, PIN – 721507৷ অতিরিক্ত তথ্যর জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :