Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

DISTRICT & SESSION JUDGE, KALIMPONG RECRUITS 37 STAFFS

Advt. No. RC 01 of 2024

Judgeship of Kalimpong invites online applications for the following posts.

Post:  English Stenographer, Lower Division Clerk, Process Server, Orderly / Office Peon / Farash, Night Guard, Sweeper.

Total Vacancy: 37. English Stenographer: 2, Lower Division Clerk: 13, Process Server: 2, Orderly / Office Peon / Farash: 17, Night Guard: 2, Sweeper: 1.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Pay Scale: Post wise different.

Last Date of Online Application: 17th May, 2024 till 5 pm.

……………………………………

কালিম্পং জেলা আদালতে ৩৭ কর্মী

কালিম্পং জেলা আদালতে অর্ডারলি / অফিস পিওন / ফরাস,  লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার,  নাইট গার্ড, স্যুইপার (কর্মবন্ধু), ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ মে, ২০২৪ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার জানা থাকলে ভালো হয় অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ভালো টাইপিং করতে জানতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকা আবশ্যক অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার জানা থাকলে ভালো হয় অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শর্টহ্যান্ড ও কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকা আবশ্যক (পদ অনুযায়ী বিভিন্ন)৷

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হে www.kalimpongcourtrecruit2024.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের ফি ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় ৮০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ৬০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩২০ টাকা), লোয়ার ডিভিশন ক্লার্ক ও প্রসেস সার্ভার পদের বেলায় ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ৫০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৮০ টাকা) এবং অন্যান্য পদের বেলায় ৪০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ৪০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৬০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://www.calcuttahighcourt.gov.in  ও  https://www.kalimpong.dcourts.gov.in ওয়েবসাইট৷

Official Website: https://kalimpong.dcourts.gov.in/

Official Notification: Click Here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৪/৪/২০২৪)

 

Share it :