Advt. No. ASL/23/2022/3322/OR/1
Defence Research and Development Organisation (DRDO) – Advanced Systems Laboratory (ASL) has invited applications for recruitment to the posts.
Post: Graduate Apprentice, Technician (Diploma) Apprentice, ITI (Trade) Apprentice.
Total vacancy: 53
Eligibility: Candidate should have passed BE/B.Tech/Diploma/ITI Certificate in the concerned subject in 2020, 2021, 2022.
Training Period: 12 Months
Stipend: Graduate Apprentice – Rs. 9000, Technician (Diploma) Apprentice – Rs. 8000, ITI (Trade) Apprentice- Rs, 7000.
Last date of Emailing Application: 31/08/2022
……………………..
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) অধীনস্থ সংস্থা অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি, হায়দরাবাদ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস, আইটিআই (ট্রেড) অ্যাপ্রেন্টিস পদে ৫৩ জন নিয়োগ করবে৷ ২০২০, ২০২১ ও ২০২২ সালে বিই / বিটেক / ডিপ্লোমা / আইটিআই পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ দরখাস্ত ই-মেল করতে হবে ৩১ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং— ৪, (২) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ২, (৩) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৩, (৪) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৫, (৫) অ্যারোস্পেস / অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১, (৬) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১, (৭) মেটিরিয়াল সায়েন্স / মেটালার্জি- ১, (৮) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ১৷
(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৫, (২) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ২, (৩) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ৪, (৪) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ১, (৫) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ২, (৬) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ২৷
(৩) আইটিআই (ট্রেড) অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার- ৭, (২) ইলেকট্রনিক মেকানিক- ৩, (৩) ইলেকট্রিশিয়ান- ৩, (৪) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- ১, (৫) টার্নার- ১, (৬) ফাইবার রিইনফোর্সড প্লাস্টিকস প্রসেসর- ৩, (৭) ওয়েল্ডার- ১৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড ও আইটিআই (ট্রেড) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৭০০০ টাকা পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার আগে আইটিআই (ট্রেড) অ্যাপ্রেন্টিস প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে ও বাকী প্রার্থীদের www.mhrdnats.gov.in ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করতে হবে www.drdo.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে hrdg.asl@gov.in ই-মেল আইডিতে মেল করতে হবে৷ মেলের সাবজেক্ট হবে- ‘Application for Apprenticeship in ASL’’৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা / লিখিত পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.drdo.gov.in
Official Notification: Click Here