Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

DRDO-DEAL RECRUITS 19 TRAINEES / ডিআরডিও’তে ১৯ ট্রেনি

Defence Research and Development Organisation (DRDO) – Defence Electronics Application Laboratory (DEAL) has invited applications for recruitment to the post of Trainee.

Post: Trainee

Total Vacancy:  19

Electronics & Communication Engg.- 17

Mechanical Engg.- 1

Computer Science/ Computer Engineering- 1

Eligibility: B.Tech/BE in Electronics & Communication Engg., Mechanical Engg., Computer Science/ Computer Engineering.

Age limit: 18 to 27 years as on 1st December, 2021.

Stipend: Rs. 9000

Last Date of Online Application: 31st December, 2021

…………………………………….

প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর অধীনস্থ সংস্থা ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি (ডিইএএল), দেরাদুন ট্রেনি পদে ১৯ জন নিয়োগ করবে৷ যোগ্যতা : ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় ২০১৮ / ২০১৯ / ২০২০ সালে বিটেক / বিই পাশ হতে হবে৷     বয়স : বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত আবেদনের যোগ্য৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

শাখা অনুযায়ী শূন্যপদ : (১) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ১৭৷ (২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ১৷ (৩) কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং – ১৷ কেন্দ্রীয় আইন অনুসারে তপশিলি সম্প্রদায়, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৯,০০০ টাকা পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টাল www.mhrdnats.gov.in-এ (DEAL Id NUKDDC000015) নাম নথিভুক্ত করে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য www.mhrdnats.gov.in ও www.drdo.gov.in ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.mhrdnats.gov.in  ,  www.drdo.gov.in

Official Notification: Click Here

Share it :