Defence Laboratory (under Defense Research & Development Research Organization) invites applications to recruit Apprentices.
Post: Apprentice
Total Vacancy: 11
Eligibility: Must have passed Class X in 2018, 2019, 2020, 2021.
Training Period: 1 year
Stipend: Rs.6000
Last Date of Online Application: 25th December, 2021
…………………………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা ডিফেন্স ল্যাবরেটরি, যোধপুর অ্যাপ্রেন্টিস পদে ১১ জন নিয়োগ করবে৷ ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৬,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার আগে প্রার্থীকে অবশ্যই https://apprenticeshipindia.org.course-search ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে৷ দরখাস্ত করতে হবে নিম্নে সংযুক্ত বয়ানে জীবনপঞ্জ টাইপ করে৷ হাতে লেখা দরখাস্ত বাতিল করা হবে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে সই করতে হবে ও সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাঙ্গে আনুষঙ্গিক নথিপত্র পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে ই-মেল করতে হবেdirector@dl.drdo.in আইডি-তে৷
Official Notification: Click Here
Online Registration: Click Here