Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Durgapur Nagar Nigam (Durgapur Minicipal Corporation)-135 / দুর্গাপুর নগর নিগমে ১৩৫ গ্রুপ-ডি কর্মী

Memo No. DING/G/1561

Durgapur Minicipal Corporation invites applications for different posts.

Post : Sweeper Mate, Mate, Electrician Helper, Peon/ Ardali/ Messenger, Helper from Gangeman, Helper/ Cleaner/ Attendant, Sweeper, Helper (Tube well) , Plumbling Helper, Pipeline Helper, Mazdoor.

Eligibility: Class VIII.There is no educational qualification requirement for sweeper position, only those who know how to read and write are eligible to apply.

Age (As on 01/01/2020) : 18-40 years.

Total Vacancy : 135.

Salary : Post Wise Different.

Online Application Closing Date: 15 January 2021.

Website : www.durgapurmunicipalcorporation.org

………………………………………………………………………………………………………………

দুর্গাপুর নগর নিগমে স্যুইপার মেট, মেট, ইলেক্ট্রিশিয়ান হেল্পার, পিওন / আর্দালি / মেসেঞ্জার, হেল্পার ফ্রম গাঙম্যান, হেল্পার / ক্লিনার / অ্যাটেন্ড্যান্ট, স্যুইপার, হেল্পার (টিউবওয়েল), প্লাম্বিং হেল্পার, পাইপলাইন হেল্পার, মজদুর পদে ১৩৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ জানুয়ারি, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ স্যুইপার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই, লিখতে ও পড়তে জানলেই আবেদনের যোগ্য৷

বয়স : ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ৪০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷

পদ অনুযায়ী শূন্যপদ: (১) স্যুইপার মেট : ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷ (২) মেট : ১৪ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)৷ (৩) ইলেক্ট্রিশিয়ান হেল্পার : ১ (অসংরক্ষিত)৷ (৪) পিওন / আর্দালি / মেসেঞ্জার : ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ (৫) হেল্পার ফ্রম গ্যাঙম্যান : ১০ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷ (৬) হেল্পার / ক্লিনার / অ্যাটেন্ড্যান্ট : ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷ (৭) স্যুইপার : ৩০ (জেনাঃ ২১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ২)৷ (৮) হেল্পার (টিউবওয়েল) : ১ (অসংরক্ষিত)৷ (৯) প্লাম্বিং হেল্পার : ১ (অসংরক্ষিত)৷ (১০) পাইপলাইন হেল্পার : ১ (অসংরক্ষিত)৷ (১১) মজদুর : ৫৭ (জেনাঃ ৪০, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৪)৷

বেতনক্রম : ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা৷ সুইপার মেট ও মেট পদের বেলায় বেতন পাওয়া যাবে ১৭,৬০০ টাকা থেকে ৪৫,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ কালো কালির বল পেনে দরখাস্ত পূরণ করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে— বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে), অভিজ্ঞতার শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় জমা দিতে হবে— দুর্গাপুর নগর নিগম, সিটি সেন্টার, দুর্গাপুর- ১৬৷ একজন প্রার্থী একটি মাত্র পদের জন্যই আবেদন করবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification: Get Details

Share it :