Online applications are invited from eligible candidates for the following posts in Damodar Valley Corporation.
Post: Overman, Mine Surveyor
Total vacancy: 11
Eligibility: Diploma & Certificate.
Age-limit: 55 years as on 9/11/2022
Pay-scale: Post-wise different
Last Date of Online Application: 9/11/2022 till 11:59pm.
………………………………
দামোদর ভ্যালি কর্পোরেশন, কলকাতা ওভারম্যান ও মাইন সার্ভেয়র পদে ১১ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি করা হবে, পরে প্রয়োজনে আরও ২ বছর মেয়াদ বাড়তে পারে৷ বয়স হতে হবে ৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ৯ নভেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ওভারম্যান (পোস্ট নং 2022/C11): মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও ডিজিএমএস অনুমোদিত ওভারম্যানস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি (কোল) থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা ও ডিজিএমএস স্বীকৃত বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ এককালীন বেতন: ৪৫,০০০ টাকা৷
(২) মাইন সার্ভেয়র (পোস্ট নং 2022/C12): মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বিষয়ে ডিপ্লোমা পাশ ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও ডিজিএমএস অনুমোদিত মাইন সার্ভেয়রস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি (কোল) থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা ও ডিজিএমএস স্বীকৃত বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৪২,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.dvc.gov.in/dvcwebsite_new1/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৩.৫ সেমি, ১০ থেকে ২৫০ কেবির মধ্যে), সই (১০ থেকে ১০০ কেবির মধ্যে) ও অন্যান্য জরুরী নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বরসহ) ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: নথিপত্র যাচাই ও ইন্টারভিউ / স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে টিউবড কোল মাইনস, ঝাড়খণ্ডে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.dvc.gov.in/dvcwebsite_new1/
Official Notification: Click Here