HQ Eastern Command, Kolkata invites applications for recruitment to the following post.
Post: CSBO (Civilian Switch Board Operator) Gde- II
Total Vacancy: 16
Eligibility: 10th Pass with proficiency in handling PBX board.
Age limit: 18 to 25 years
Pay scale: Rs. 21,700 + Other allowances.
Last Date of Receipt of Application: 26th June, 2022
…………………………………………….
এইচকিউ ইস্টার্ন কমান্ড, কলকাতা সিএসবিও (সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর) গ্রেড-II পদে ১৬ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ জুন, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও প্রাইভেট বোর্ড এক্সচেঞ্জের কাজে দক্ষ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ হলে ভালো হয়৷ বয়স: ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৬, তঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১, শারীরিক প্রতিবন্ধী ১, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতন: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-৪ সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও বুড়ো আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত / টেকনিক্যাল যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত ২টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি ও নিজের নাম-ঠিকানা লেখা ১২ ×২৪ সেমি মাপের দুইটি খাম (১০ টাকার পোস্টাল ষ্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর ‘APPLICATION FOR THE POST OF CSBO, GDE-II’ লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-To Colonel Signals, HQ Eastern Command (Signals), PIN- 900285, C/o 99 APO৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here