Advt. No. 08/2022
Electronics Corporation of India Limited is inviting applications for recruitment to the following post.
Post: Graduate Engineer Trainee
Total Vacancy: 40
Eligibility: Valid GATE-2020 score with BE/BTech in the relevant Engineering stream.
Age limit: 25 years as on 14th May, 2022
Monthly Stipend: Rs. 54,880
Last Date of Online/Receipt of Application: 14th May, 2022 up to 2pm.
…………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গেট-২০২২ পরীক্ষার মাধ্যমে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে ৪০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ মে, ২০২২ দুপুর ২টো-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীতে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ECE) বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MECH) বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং CSE) পাশ হতে হবে৷ প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে বৈধ গেট-২০২২ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স: ১৪ মে, ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ECE)- ২১, (২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MECH)- ১০, (৩) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং CSE)- ৯৷ স্টাইপেন্ড: প্রতি মাসে ৫৪,৮৮০ টাকা৷ তপশিলি সম্প্রদায়, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও সংরক্ষিত আসন রয়েছে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.ecil.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: গেট-২০২২ স্কোর ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.ecil.co.in
Official Notification: Click Here