Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

ECIL RECRUITS 300 TECHNICAL OFFICERS / ইসিআইএল-এ ৩০০ টেকনিক্যাল অফিসার

Electronics Corporation of India Limited is inviting applications for recruitment to the following post on contractual basis.

Post:  Technical Officer

Total Vacancy: 300

Eligibility: A first class Engineering Degree in Electronics & Communication Engineering / Electrical Electronics Engineering / Electronics & Instrumentation Engineering / Computer Science Engineering/ Information Technology with minimum 60% marks in aggregate from any recognized Institution / University. For SC/ST Candidates the minimum marks in the qualifying examination shall be 50%.

Age limit: 30 years as on 30.11.2021

Consolidate Monthly Contract Pay: Rs. 25000

Last Date of Online/Receipt of Application: 21st December, 2021 up to 4pm.

…………………………………..

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড টেকনিক্যাল অফিসার পদে ৩০০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে প্রার্থীর দক্ষতা বিচার করে চুক্তির মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ ডিসেম্বর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷  শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) নম্বর-সহ ইলেকট্রনিক্স অ্যান্ড  কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণীতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷

বয়স : বয়স হতে ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ : ৩০০ (জেনাঃ ১৩৬, তঃজাঃ ৫০, তঃউঃজাঃ ২২, ওবিসি ৭৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫)৷ এককালীন বেতন : প্রথম বছর প্রতি মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ২৮,০০০ টাকা, তৃতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত প্রতি মাসে ৩১,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে http://careers.ecil.co.in বা www.ecil.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (অ্যাপ্লিকেশন নম্বর-সহ) এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর  প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: http://careers.ecil.co.in

Official Notification: Click Here

Share it :