Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Electronics Corporation of India Limited- 180 Apprentices Recruitment /ইসিআইএলে ১৮০ অ্যাপ্রেন্টিস

ADVT.NO: 34/2020

Electronics Corporation of India Limited proposes to engage 160 Graduate Engineer Apprentices and 20 Diploma Apprentices under the Apprenticeship Act, 1961 for a period of one year Apprenticeship training at Hyderabad.

Post: Graduate Engineer Apprentices,Technician (Diploma) Apprentices.

Eligibility: (1) Graduate Engineer Apprentices: Four years B.E/ B.Tech course (in particular branch) on or after 1st April 2018,from AICTE approved colleges / recognized Indian Universities for GEA.

(2) Technician (Diploma) Apprentices:Three years Diploma course in ECE & CSE branches on or after 1st April,2018.

Age (As on 31.01.2021): Maximum age 25 years.

Total Vacancy: 180.

Salary: (1) Graduate Engineer Apprentices: Rs.9000/-

(2) Technician (Diploma) Apprentices: Rs.8000/-

Online application closing date: 15 January 2021.

Website: www.mhrdnats.gov.in.

…………………………………………………………………………………………………………..

ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস ও টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ১৮০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷

বয়স : ৩১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা:(১) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস : ১ এপ্রিল, ২০১৮ বা তারপরে সংশ্লিষ্ট শাখায় চার বছরের বি.ই / বি.টেক পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ শাখা অনুযায়ী শূন্যপদ: ইসিই: ১০০ (জেনাঃ ৫১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭), সিএসই: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭), মেক.: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫), ইইই: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩), সিভিল: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷

উল্লিখিত পদের ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ৮টি পদ সংরক্ষিত৷ স্টাইপেন্ড : ৯,০০০ টাকা৷

(২) টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস : ১ এপ্রিল, ২০১৮ বা তারপরে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ শাখা অনুযায়ী শূন্যপদ: ইসিই: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩), সিএসই: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ উল্লিখিত পদের ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ স্টাইপেন্ড : ৮,০০০ টাকা৷

নির্বাচিত প্রার্থীদের ১ বছরের ট্রেনিং শুরু হবে ৪ ফেব্রুয়ারি, ২০২১ থেকে৷

আবেদন করার পদ্ধতি :  অনলাইনে দরখাস্ত করতে হবে www.mhrdnats.gov.in. ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি (২০০ কেবি সাইজ), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (১ এমবি সাইজ), আধার কার্ড (১ এমবি সাইজ) স্ক্যান করে  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে৷  সফলভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিট করা হলে প্রার্থীদের একটি ইউনিক রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে৷ এরপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :