Post:Multi-Tasking Staff (MTS), UpperDivision Clerk (UDC) & Stenographer (Steno.)
Total Vacancy:MTS- 203,UDC- 113 & Steno.- 4
Eligibility:
MTS- Matriculation or equivalent pass
UDC- Degree pass, Working knowledge of computer
Steno.- 12th class or equivalent pass, Proficiency in TAKING dictation & computer transcription.
Age limit:UDC& Steno- 18 to 27 years, MTS- 18 to 25 years as on 15th February, 2022.
Pay scale:UDC& Steno- Rs. 25,500 – Rs. 81,000; MTS- Rs. 18,000 – Rs. 56,900
Application Fee:Rs. 500 (Rs. 250 for SC/ST/PWD/Female/Ex Servicemen).
Starting Date of Online of Application: 15th January, 2022
Last Date of Online of Application: 15th February, 2022.
………………………………………………………
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের কলকাতাস্থিত আঞ্চলিক কার্যালয় পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের জন্য মাল্টি টাস্কিং স্টাফ, আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে ৩২০ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ জানুয়ারি, ২০২২ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স : ১৫ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২০৩ (জেনাঃ ৮২, তঃজাঃ ৪৯, তঃউঃজাঃ ৯, ওবিসি ৪৩, আর্থিকভাবে অনগ্রসর ২০)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২০টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে৫৬,৯০০ টাকা৷
(২) আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি): যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে ও কম্পিউটারবিষয়েজ্ঞান থাকতেহবে৷ বয়স : ১৫ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১১৩ (জেনাঃ ৫৭, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর ১১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১১টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৩) স্টেনোগ্রাফার (স্টেনো.) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ইংরিজি বা হিন্দিতে ৮০টি শব্দ ডিক্টেশন নেওয়ারএবং কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিট ও হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্টকরার সক্ষমতা থাকতে হবে৷ বয়স : ১৫ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.esic.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০০× ২৩০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং সাদা কাগজে কালো বা নীল কালিতে“I, _____ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supportingdocuments as and when required.” লেখা ডিক্লেয়ারেশন (৮০০× ৪০০ পিক্সেল, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিপ্ঢের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা (১ ঘন্টায় ২০০ নম্বর) ও মেইন পরীক্ষা (২ ঘন্টায় ২০০ নম্বর)-এর মাধ্যমে৷ আপার ডিভিশন ক্লার্ক পদে প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা (১ ঘন্টায় ২০০ নম্বর), মেইন পরীক্ষা (২ ঘন্টায় ২০০ নম্বর) ও কম্পিউটার স্কিল টেস্ট (৩০ মিনিটে ৫০ নম্বর)-এর মাধ্যমে৷ স্টেনোগ্রাফার পদে প্রার্থী বাছাই করা হবে মেইন পরীক্ষা (১৩০ মিনিটে ২০০ নম্বর) ও স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি-এর মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.esic.nic.in
Official Notification: Click Here