Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

ESIC RECRUTING 93 / কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশনে ৯৩ কর্মী

Employees’ State Insurance Corporation invites applications for the following post.

Post: Social Security Officer/ Manager Gr-II/Superintendent

Total Vacancy: 93 (UR: 43, SC: 9, ST: 8, OBC: 24, EWS: 9)

Eligibility: A degree of a recognized University (Preference will be given to the graduates in Commerce/Law/Management). Working knowledge of computer including use of office suites and database. Experience (Desirable): Three years’ service in a Government Organization or Corporation or Government Undertaking or Local Body or Scheduled Bank etc.

Age limit: 21 to 27 years as on 12th April, 2022.

Pay scale: Rs. 44,900 – Rs. 1,42,400

Application Fee:Rs. 500 (Rs. 250 for SC/ST/PWD/Female/Ex Servicemen).

Last Date of Online of Application: 12th April, 2022

……………………………………………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন, নিউ দিল্লি সোশ্যাল সিকিউরিটি অফিসার / ম্যানেজার গ্রেড-এ / সুপারিনটেন্ডেন্ট পদে ৯৩ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে৷ কমার্স / ম্যানেজমেন্ট / ল বিষয়ে গ্র্যাজুয়েট প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ কম্পিউটারের কাজে দক্ষতা থাকা আবশ্যক৷ সরকারি সংস্থা, কর্পোরেশন, রাষ্ট্রায়ত্ত সংস্থা, লোকাল বডি (পুরসভা ও পঞ্চায়েত), সিডিউলড ব্যাঙ্ক ইত্যাদিতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১২ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৯৩ (জেনাঃ ৪৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ (২ টি ব্যাকলগ) ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৯টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.esic.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০×২৩০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা সই (১৪×৬০ পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪×২৪০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং সাদা কাগজে কালো বা নীল কালিতে লেখা “I_____ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required” ডিক্লেয়ারেশন (৮০×৪০০ পিক্সেল, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিপ্ঢের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট ও ডেসক্রিপটিভ টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Websitewww.esic.nic.in

Official Notification: Click Here

Share it :