Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

EXECUTIVE TRAINEES IN HCSL

Vacancy Notification No. HCSL/HR/RECTT/PERMA/2025-26/5

Hooghly Cochin Shipyard Limited (Hooghly CSL) invites Online Applications for filling up the  following post.

Post: Executive Trainee.

Total Vacancy: 3.

Eligibility: A Degree pass in relevant discipline.

Age: within 27 years (as on 24.07.2025).

Last Date of Receipt of Application: 24th July, 2025

……………………………………………………

হুগলি কোচিন শিপইয়ার্ডে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে ৩ জন এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে৷ সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদে চুক্তি হবে৷ বয়স: ২৪ জুলাই, ২০২৫ অনুযায়ী ২৭ বছরের মধ্যে (তঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ জুলাই, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ 

বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের প্রথম ১ বছর ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-১ গ্রেড) পদে নিয়োগ করা হবে৷ তখন বেতন হবে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.cochinshipyard.in বা www.hooghlycsl.com ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি জাতির প্রার্থীদের কোনো ফি দিতে হবে । অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত দুটি ওয়েবসাইট দেখুন৷  

Official Website: https://cochinshipyard.in/careersummary/career_locations/6

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply